Bollywood News : এই নায়িকারা পরিচালনাতেও দক্ষ!
বলিউডের বেশ কিছু নায়িকা আছেন, যাঁরা অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন । নন্দিতা দাস অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। তাঁর প্রথম ফিচার ফিল্মের নাম 'ফিরাক'। এরপর নন্দিতা 'মান্টো' ছবিটি পরিচালনা করেন। 'মান্টো' ছবিটি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে ।
Latest Videos