Bollywood News : এই নায়িকারা পরিচালনাতেও দক্ষ!
বলিউডের বেশ কিছু নায়িকা আছেন, যাঁরা অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন । নন্দিতা দাস অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। তাঁর প্রথম ফিচার ফিল্মের নাম 'ফিরাক'। এরপর নন্দিতা 'মান্টো' ছবিটি পরিচালনা করেন। 'মান্টো' ছবিটি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে ।
বলিউডের বেশ কিছু নায়িকা আছেন, যাঁরা অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন । নন্দিতা দাস অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। তাঁর প্রথম ফিচার ফিল্মের নাম ‘ফিরাক’। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটির প্রিমিয়ার হয়।’ফিরাক’ ছবিটি প্রায় ৫০টি চলচ্চিত্র উৎসবে গিয়েছে। পুরস্কার জিতেছে ২০টিরও বেশি। এরপর নন্দিতা ‘মান্টো’ ছবিটি পরিচালনা করেন। ‘মান্টো’ ছবিটি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে । তারপর তিনি ‘জুইগাটো’ ও ‘ফায়ার’ ছবি পরিচালনা করেন। ‘জুইগাটো’ ছবিটি অস্কার লাইব্রেরিতে স্থান পেয়েছে। কঙ্কনা সেন শর্মার অভিনীত জনপ্রিয় ছবিগুলো হল ‘ওয়েক আপ সিড’, ‘আজা নাচলে’। ২০১৬ সালে কঙ্কনা সেন শর্মার প্রথম পরিচালিত সিনেমার নাম ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’। এরপর তিনি দীর্ঘ বিরতির পর ‘লাস্ট স্টোরিজ ২’য়ের একটি অংশ পরিচালনা করেছেন। এই ছবিতে তাঁর পরিচালনার অংশটি খুবই প্রশংসা পেয়েছে । পূজা ভাট একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন । সেই ছবিগুলো হল ‘চাহাত’, ‘সড়ক’। পূজা ভাটের পরিচালিত সিনেমাটির নাম ‘জিসম ২’। হেমা মালিনী অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন । তিনি প্রযোজনা ও পরিচালনা করেন ‘দিল আশনা হ্যায়’ ছবিটি। অপর্ণা সেন পরিচালনা করেছেন ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘দ্য রেপিস্ট’। কঙ্গনা রানাওয়াতের পরিচালিত ‘এমার্জেন্সি’ সিনেমাটি ২৪ নভেম্বর মুক্তি পাবে।
পরিচালনার পাশাপাশি কঙ্গনা এই সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।