RBI on 2000 Rupee Note: কত ২০০০ ফিরল বাজারে?

| Edited By: Moumita Das

Jun 29, 2023 | 6:05 PM

আরবিআই বলছে - বাজারে ফিরেছে ৮৩ হাজার কোটি টাকার কিছু বেশি অঙ্ক। ২০০০ টাকার নোট জমা পড়ার পর বাজারে তা ফিরে গেছে ছোট অঙ্কের নোট হিসাবে। ৫০০,২০০ আর ১০০ টাকার নোট হিসাবে জমাকৃত রাশি ফিরেছে। ২ জুন পর্যন্ত মোট টাকার ৫০% ফিরেছে ব্যাঙ্কে।

জমা হওয়া দু হাজার টাকার মুদ্রা নোটের মধ্যে কত টাকা বাজারে ফিরেছে জানেন? তাই নিয়েই এই ভিডিয়ো। উত্তর পেতে ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন। ২০০০ টাকার নোট তো বাতিল হল। ব্যাঙ্ক ফেরত নিচ্ছে গোলাপি নোট। জানেন কি এখনও কত টাকা ফিরল? আরবিআই বলছে – বাজারে ফিরেছে ৮৩ হাজার কোটি টাকার কিছু বেশি অঙ্ক। ২০০০ টাকার নোট জমা পড়ার পর বাজারে তা ফিরে গেছে ছোট অঙ্কের নোট হিসাবে। ৫০০,২০০ আর ১০০ টাকার নোট হিসাবে জমাকৃত রাশি ফিরেছে। ২ জুন পর্যন্ত মোট টাকার ৫০% ফিরেছে ব্যাঙ্কে। ২০০০ এর নোট জমা পড়ার পর বাজারে ফিরেছে ৮৩,২৪২ কোটি টাকা। মে মাসে আরবিআই নোট তোলার ঘোষণা করে। ২৩ মে থেকে ব্যাঙ্কে ফিরতে শুরু করে ২০০০ এর নোট। ২ জুন পর্যন্ত ব্যাঙ্কগুলিতে ফিরেছে। আগামী ৩০ জুন পর্যন্ত ২০০০ এর নোট ফেরত নেবে ব্যাঙ্ক।