Rani Mukerji, Indian Actress: ২০২০-এ করোনাকালে গর্ভেই নষ্ট হয় রানির দ্বিতীয় সন্তান
Bollywood: ২০২০ সালে করোনাকালে গর্ভেই নষ্ট হয়ে যায় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। প্রায় তিন বছর পর এ নিয়ে মুখ খুলেছেন তিনি। রানির কথায়, "আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। কিন্তু আমার মিসক্যারেজ হয়ে যায়।"
গর্ভেই সন্তান নষ্ট রানির
২০২০ সালে করোনাকালে গর্ভেই নষ্ট হয়ে যায় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। প্রায় তিন বছর পর এ নিয়ে মুখ খুলেছেন তিনি। রানির কথায়, “আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। কিন্তু আমার মিসক্যারেজ হয়ে যায়।”
ট্রোলের জবাব শাহরুখের
সোজা কথার সোজা উত্তর দিয়ে এবার ভাইরাল খোদ শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখামাত্রই এক ভক্ত প্রশ্ন করে বসলেন, ‘জওয়ান-এ কি আপনার রোম্যান্টিক দিকটা দেখা যাবে?’ ‘সব দিক দেখতে পাবেন, সামনে, পিছনে, আশেপাশে…, থ্রি ডি-তে উত্তর দিয়ে নজর কাড়লেন কিং।
জন্মদিনে সুকেশের চিঠি
‘বেবি গার্ল’-এর জন্মদিন। তাই হাজতে থেকেই জ্যাকলিন ফার্নান্দেজের জন্য শুভেচ্ছা জানালেন প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে তিনি লেখেন, “যত দিন যাচ্ছে, ততই সুন্দরী হয়ে যাচ্ছ। তোমায় খুব মিস করি।”
টাইগারের নতুন প্রেমিকা
ফের প্রেমে পড়েছেন ‘বাগী’খ্যাত অভিনেতা টাইগার শ্রফ। বি-টাউন সূত্রে এ বারও প্রেমিকা সেই দিশা। তবে তাঁর পদবি অবশ্য পটানি নয়, ধানুকা। একটি নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছেন।
ওটিটি-তে ‘আদিপুরুষ’
১১ অগস্ট ওটিটি-তে মুক্তি পেল প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’। রামায়ণনির্ভর এই ছবি মুক্তির আগে থেকেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেয়। যার ফলে ব্যাপক ক্ষতির মুখ দেখতে হয় আদিপুরুষ ছবিকে। ওটিটি মুক্তিতেও আয়ের হদিশ মিলল না।
আবেগঘন টোটা
সম্প্রতি রকি অউর রানি কি প্রেম কহানি-তে দেখা মিলেছে টোটা রায় চৌধুরীর। তারপর থেকেই প্রশংসা-শুভেচ্ছার বন্যা। সোশ্যাল মিডিয়ায় তাই অতীত উষ্কে আবেগঘন ফেলুদা, লিখলেন: পুরো গঙ্গারাম থেকে গঙ্গু গ্যাংস্টার! প্রথমে একটু হকচকিয়ে গেলাম। কিন্তু রবিবার রাত পর্যন্ত যখন ফোনে, মেসেজে বা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার সুনামি হ্রাস পেলো না বরং উত্তরোত্তর বৃদ্ধি পেল, তখন বুঝলাম যে এটা দর্শকদের নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ।
শীতে পর্দায় ফেলুদা
এবার শীতের ছুটিতে আবারও ফেলুদা উপহার দিতে চলেছেন পরিচালক সন্দীপ রায়। মুখ্য ভূমিকায় সেই ইন্দ্রনীল সেনগুপ্ত। এবারের গল্প ‘নয়ন রহস্য’। মূল তিন চরিত্রে অভিনেতা বদল হচ্ছে না, শীঘ্রই শুরু হবে ছবির কাজ। এমনই খবর মিলছে টলিপাড়া সূত্রে।
ট্রোল্ড বনি
জন্মদিনে প্রেমিক বনি সেনগুপ্তকে শুভেচ্ছা জানাতেই বিপত্তিতে কৌশানি মুখোপাধ্যায়। বনির উদ্দেশে লিখলেন, ‘শুভ জন্মদিন স্টার।’ আর তাতেই ট্রোলের বন্যা। লিড স্টার বলে বনিকে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজ়েনদের একাংশ।
চর্চায় জিতুর পোস্ট
সদ্য বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন টলিউড জুটি জিতু কামাল ও নবনীতা দাস। ফলে মাঝেমধ্যেই তাঁদের পোস্ট ঘিরে চর্চা নজরে আসে নেটদুনিয়ায়। এবার নজরে জিতুর পোস্ট, লিখলনে, ‘মানুষ আজ নিজের দুঃখে দুঃখী নয়, অন্যের সুখে দুঃখী হয়।’ নেটিজ়েনদের প্রশ্ন, তবে কি নবনীতাকে ঠুকেই এই প্রশ্ন তুললেন অভিনেতা?