FIFA World Cup 2022: জানেন কলকাতায় পাওয়া যাচ্ছে নকল বিশ্বকাপ?
কলেজ স্ট্রিট মোড় থেকে শিয়ালদহ যেতে রাস্তার বাঁ দিক বরাবর থরে থরে সাজানো রয়েছে ট্রফি। দরজায় লেখা রয়েছে ছবি তোলা বারণ।
কাতারে হইহই করে চলছে এ বারের বিশ্বকাপ (FIFA World Cup 2022)। দিন কয়েক আগে সে দেশে পাওয়া যাচ্ছিল নকল বিশ্বকাপ। যা নিয়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হয় একাধিক নকল বিশ্বকাপ। এ বার কলকাতাতেও (Kolkata) পাওয়া যাচ্ছে নকল বিশ্বকাপ। হবহু আসল বিশ্বকাপ ট্রফির মতো দেখতে। কলেজ স্ট্রিট মোড় থেকে শিয়ালদহ যেতে রাস্তার বাঁ দিক বরাবর থরে থরে সাজানো রয়েছে ট্রফি। দরজায় লেখা রয়েছে ছবি তোলা বারণ। নিয়মটা সত্যিই সবার জন্য। ছবি তুলতে গেলেই রে রে করে উঠছেন দোকান কর্মীরা। অনেকেই রয়েছেন যারা এই রকম নকল ট্রফি করেন না। তারা নিয়ম মানেন। নিয়ম জানেন। তবে কলকাতায় পাওয়া নকল ট্রফি নিয়ে কী বলছেন এই কারিগররা।
Published on: Nov 22, 2022 09:42 PM