Fatty Liver Symptoms: পায়েই লুকিয়ে রোগের চিহ্ন
জীবনযাপনের কারণে অনেকে ফ্যাটি লিভারে আক্রান্ত হন। ফ্যাটি লিভার যে কেবল মদ্যপানেই হয় তা নয়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারেও আক্রান্তের সংখ্যা কম নয়।
জীবনযাপনের কারণে অনেকে ফ্যাটি লিভারে আক্রান্ত হন। ফ্যাটি লিভার যে কেবল মদ্যপানেই হয় তা নয়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারেও আক্রান্তের সংখ্যা কম নয়। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যায় পায়ের পাতায়। পায়ের পাতার কোন কোন লক্ষণ জানায় সম্ভাব্য ফ্যাটি লিভার?
চিকিৎসকদের মতে। ফ্যাটি লিভারে পায়ের পাতা ফুলে যায়। হাঁটা চলায় ব্যথা হয়। পায়ের পাতা গরম হয়ে যায়। অনেকক্ষণ জুতো পরে থাকলে পা গরম হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন এমন হলেই চিকিৎসকের কাছে যান। চুলকোতে থাকে পায়ের পাতা। পাতার শিরা ফুলে যায় বাইরে থেকে দেখা যায়। পায়ের পাতা চুলকোতে থাকে। অনেক সময়ে রোগীর পায়ের পাতা চিনচিনে ব্যথা হয়। কারও কারও ক্ষেত্রে অসাড় হয়ে যায় পায়ের পাতা। রক্ত সঞ্চালন ব্যহত হয়ে পায়ে দাগ দেখা যায়। এই সব লক্ষণ দেখা দিলেই তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।