Loading video

Bollywood Gossips: ভীষণ ভয়ে শাহরুখ, সলমন দীপিকা ও রনবীর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 21, 2023 | 4:26 PM

কোন ছবি হিট, কোন ছবি ফ্লপ হবে এই নিয়ে চিন্তা থাকে বলিউডি তারকাদের। ফ্লপ বা ব্যর্থতাকে অনেকে ভয়ও পান। গোপন কোন ভয় কুরে কুরে খায় বলি স্টারদের জানেন? তাঁরা সেই বিষয়ে কুঁকড়ে যান, গুটিয়ে যান। বাজিগর শাহরুখ খান ভীষণ ভয় পান ঘোড়াকে। একে বলে ইকুইনোফোবিয়া। লিফটে চাপতে ভয় পান সলমন খান। সলমন খান এস্ক্যালাফোবিয়ায় আক্রান্ত।

কোন ছবি হিট, কোন ছবি ফ্লপ হবে এই নিয়ে চিন্তা থাকে বলিউডি তারকাদের। ফ্লপ বা ব্যর্থতাকে অনেকে ভয়ও পান। গোপন কোন ভয় কুরে কুরে খায় বলি স্টারদের জানেন? তাঁরা সেই বিষয়ে কুঁকড়ে যান, গুটিয়ে যান। বাজিগর শাহরুখ খান ভীষণ ভয় পান ঘোড়াকে। একে বলে ইকুইনোফোবিয়া। লিফটে চাপতে ভয় পান সলমন খান। সলমন খান এস্ক্যালাফোবিয়ায় আক্রান্ত।

রণবীর কাপুর রীতিমতো ভয় পান আরশোলাকে। একে বলা হয় ক্যাটসারিডাফোবিয়া। দীপিকা পাড়ুকোন সাংঘাতিক ভয় পান সাপকে। এই ভয়কে বলে অফিডোফোবিয়া। খাবারের টমেটো আছে শুনলেই রীতিমত ভয়ে গুটিয়ে যান ক্যাটরিনা কাইফ। একে লাইকোপেরিসকোয়া ফোবিয়া বলে। পাখার ভয়ে ঘরে এসি চালিয়ে রাখেন অভিনেতা অর্জুন কাপুর। একে বলে আরগগনেথো ফোবিয়া। তারকাদের এই গোপন ভয়ের কথা তাঁদের নিকট জনেরা জানেন।