Petrol: কোন কোন পাম্প থেকে পেট্রোল নেবেন, জানেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 18, 2023 | 5:50 PM

পেট্রলের দাম বেড়ে এখন মহার্ঘ। অথচ কোনও উপায় নেই পেট্রলের ব্যবহার কমানোর। তাই পেট্রল কিনতে গিয়ে যাতে না ঠকেন সেদিকে নজর দিন। অনেকই তেল ভরানোর সময়ে তেলের পরিমাণের দিকেই কেবল নজর রাখেন। পাম্পের মিটার রিডিং দেখেন। কিন্তু জানেন কি রিডিং শূন্য থাকলেও ঠকে যেতে পারেন আপনি।

Follow Us

পেট্রলের দাম বেড়ে এখন মহার্ঘ। অথচ কোনও উপায় নেই পেট্রলের ব্যবহার কমানোর। তাই পেট্রল কিনতে গিয়ে যাতে না ঠকেন সেদিকে নজর দিন। অনেকই তেল ভরানোর সময়ে তেলের পরিমাণের দিকেই কেবল নজর রাখেন। পাম্পের মিটার রিডিং দেখেন। কিন্তু জানেন কি রিডিং শূন্য থাকলেও ঠকে যেতে পারেন আপনি। কখনও ফুয়েল ডেনসিটি বা তেলের ঘনত্ব পরীক্ষা করেছেন? পেট্রল পাম্পের মিটার রিডিং তেলের ঘনত্ব দেখায়। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক একটি মানক রেঞ্জ তৈরি করেছে। পেট্রলের ক্ষেত্রে এই ঘনত্ব ৭৩০-৭৭০ kg/m3 ,ডিজেলের ঘনত্ব ৮২০-৮৬০ kg/m3 , কোনও পেট্রল পাম্প ঘনত্বের রিডিং ০ বা ৭০০ kg/m3 দেখালে। বিশেষজ্ঞদের মতে সেই পেট্রল পাম্প নিয়মিত ঘনত্ব পরীক্ষা করে না। ঠিকঠাক ঘনত্ব না থাকলে সেই পাম্প থেকে তেল না ভরানোই ভাল বলছেন বিশেষজ্ঞরা। এরকম বেনিয়ম কোনও পাম্পে থাকলে কী করবেন? পাম্প ম্যানেজারের কাছে কমপ্লেইন্ট বুক বা অভিযোগ পুস্তিকা থাকে। তাতে আপনার অভিযোগ লিখুন। পেট্রল ডিজেলের বিল বা ক্যাশমেমোতেও উল্লেখ থাকে জ্বালানির ঘনত্ব। তেল ছাড়া জল জাতীয় অন্য ভেজাল তেলে মেশালে ঘনত্ব বদলায়। তাপমাত্রার পরিবর্তনেও বদলে যেতে পারে তেলের ঘনত্ব। তাই তেল ভরানোর সময়ে সতর্ক দৃষ্টি রাখুন জ্বালানি তেলের ঘনত্বের ওপরে।

পেট্রলের দাম বেড়ে এখন মহার্ঘ। অথচ কোনও উপায় নেই পেট্রলের ব্যবহার কমানোর। তাই পেট্রল কিনতে গিয়ে যাতে না ঠকেন সেদিকে নজর দিন। অনেকই তেল ভরানোর সময়ে তেলের পরিমাণের দিকেই কেবল নজর রাখেন। পাম্পের মিটার রিডিং দেখেন। কিন্তু জানেন কি রিডিং শূন্য থাকলেও ঠকে যেতে পারেন আপনি। কখনও ফুয়েল ডেনসিটি বা তেলের ঘনত্ব পরীক্ষা করেছেন? পেট্রল পাম্পের মিটার রিডিং তেলের ঘনত্ব দেখায়। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক একটি মানক রেঞ্জ তৈরি করেছে। পেট্রলের ক্ষেত্রে এই ঘনত্ব ৭৩০-৭৭০ kg/m3 ,ডিজেলের ঘনত্ব ৮২০-৮৬০ kg/m3 , কোনও পেট্রল পাম্প ঘনত্বের রিডিং ০ বা ৭০০ kg/m3 দেখালে। বিশেষজ্ঞদের মতে সেই পেট্রল পাম্প নিয়মিত ঘনত্ব পরীক্ষা করে না। ঠিকঠাক ঘনত্ব না থাকলে সেই পাম্প থেকে তেল না ভরানোই ভাল বলছেন বিশেষজ্ঞরা। এরকম বেনিয়ম কোনও পাম্পে থাকলে কী করবেন? পাম্প ম্যানেজারের কাছে কমপ্লেইন্ট বুক বা অভিযোগ পুস্তিকা থাকে। তাতে আপনার অভিযোগ লিখুন। পেট্রল ডিজেলের বিল বা ক্যাশমেমোতেও উল্লেখ থাকে জ্বালানির ঘনত্ব। তেল ছাড়া জল জাতীয় অন্য ভেজাল তেলে মেশালে ঘনত্ব বদলায়। তাপমাত্রার পরিবর্তনেও বদলে যেতে পারে তেলের ঘনত্ব। তাই তেল ভরানোর সময়ে সতর্ক দৃষ্টি রাখুন জ্বালানি তেলের ঘনত্বের ওপরে।

Next Video