Amisha Patel: কোন দোষে আমিশার কেরিয়ার থমকে গেল

| Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 3:54 PM

'গদর' এর পর 'গদর ২' তে সানি দেওলের বিপরীতে আমিশা পাটেল। অর্থনীতিতে স্বর্ণপদক পেয়েছিলেন অভিনেত্রী আমিশা পাটেল। তাঁর প্রথম ছবি হৃতিক রোশনের সঙ্গে 'কহো না পেয়ার হ্যায়'। কাকতালীয় ভাবে রাকেশ রোশন তাঁকে কাস্ট করেন সেই ছবিতে। বিপুল সাফল্যের মুখ দেখে 'কহো না পেয়ার হ্যায়'। তারপর গদরও হিট হয়। বলিউডের ছবিতে আর দেখা যায়নি আমিশাকে।

‘গদর’ এর পর ‘গদর ২’ তে সানি দেওলের বিপরীতে আমিশা পাটেল। অর্থনীতিতে স্বর্ণপদক পেয়েছিলেন অভিনেত্রী আমিশা পাটেল। তাঁর প্রথম ছবি হৃতিক রোশনের সঙ্গে ‘কহো না পেয়ার হ্যায়’। কাকতালীয় ভাবে রাকেশ রোশন তাঁকে কাস্ট করেন সেই ছবিতে। বিপুল সাফল্যের মুখ দেখে ‘কহো না পেয়ার হ্যায়’। তারপর গদরও হিট হয়। বলিউডের ছবিতে আর দেখা যায়নি আমিশাকে।

গদর ২ এর সাফল্যের পরে মুখ খুলেছেন আমিশা। তিনি বলছেন ‘ইন্ডাস্ট্রির সবাই জানে আমি সোজাসাপটা কথা বলতে ভালবাসি’। ‘এই কারণে আমি অনেকেরই অপ্রিয় হয়ে উঠি’। ‘কোনও কিছু খারাপ লাগলে রাখঢাক না করে মুখের ওপরেই তা বলে দিই’। ‘এতে অনেকে আমার ওপরে রেগেও যান’। ‘শুটিং না থাকলে আমি বই পড়ি’। ‘ঘরের এক কোণে বসে গান শুনি’। পরনিন্দা পরচর্চায় কোনও আগ্রহ পান না আমিশা পাটেল। তাই নিজের পি আরটাও ঠিকঠাক করতে পারেন না বলে তাঁর মত। কখনও কারও ক্যাম্পেনিং করতে পারেন না। তবে কখনই কাউকে খাটোও করেন না তিনি। তাই তাঁর পা আজও রয়েছে মাটির ওপরেই।