বেসরকারি চাকরি করেন? অবসরে কত Pension পাবেন?

Pension After Retirement: বেসরকারি চাকরি করলেই কেউ পেনশন পাবেন, এমন নয়। যে কোনও বেসরকারি কর্মচারীকে অন্তত ১০ বছর কাজ করতে হবে। এবং পেনশন স্কিমের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা ব্যবহার করেই এই মাসিক পেনশন দেওয়া হয়। আর এই পুরো বিষয়টাই দেখাশোনা করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

Nov 27, 2025 | 7:38 PM

EPFO বা দেশের Employees Provident Fund Organisation সেই সব মানুষের কাছে একটা আশার আলোর মতো। অন্তত যাঁরা বেসরকারি চাকরি করেন তাঁদ্দের কাছে তো বটেই। কারণ ইপিএফওর অধীনে থাকা বেসরকারি সংস্থায় কর্মরতরাও কিন্তু পেনশন পান। কিন্তু কোনও ব্যক্তি যদি অন্তত ৩০ বছর ধরে বেসরকারি চাকরি করেন, তাহলে চাকরি জীবনের শেষে তিনি ঠিক কত টাকা পেনশন পাবেন জানেন?

তবে, বেসরকারি চাকরি করলেই কেউ পেনশন পাবেন, এমন নয়। যে কোনও বেসরকারি কর্মচারীকে অন্তত ১০ বছর কাজ করতে হবে। এবং পেনশন স্কিমের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা ব্যবহার করেই এই মাসিক পেনশন দেওয়া হয়। আর এই পুরো বিষয়টাই দেখাশোনা করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

EPFO বা দেশের Employees Provident Fund Organisation সেই সব মানুষের কাছে একটা আশার আলোর মতো। অন্তত যাঁরা বেসরকারি চাকরি করেন তাঁদ্দের কাছে তো বটেই। কারণ ইপিএফওর অধীনে থাকা বেসরকারি সংস্থায় কর্মরতরাও কিন্তু পেনশন পান। কিন্তু কোনও ব্যক্তি যদি অন্তত ৩০ বছর ধরে বেসরকারি চাকরি করেন, তাহলে চাকরি জীবনের শেষে তিনি ঠিক কত টাকা পেনশন পাবেন জানেন?

তবে, বেসরকারি চাকরি করলেই কেউ পেনশন পাবেন, এমন নয়। যে কোনও বেসরকারি কর্মচারীকে অন্তত ১০ বছর কাজ করতে হবে। এবং পেনশন স্কিমের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা ব্যবহার করেই এই মাসিক পেনশন দেওয়া হয়। আর এই পুরো বিষয়টাই দেখাশোনা করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।