দীপিকা পাড়ুকোনের লিপে তুমুল হিট গান। তারপরেই এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী ২ ফিল্মে গানের সুযোগ। বাঙালি কন্যা অদিতি পালের সফর ছিল নজরকাড়া। দক্ষিণে বাহুবলী ২তে প্লেব্যাকের পর অফার আসে রজনীকান্ত অভিনীত লিঙ্গা ফিল্মে প্লে ব্যাকের। একের পর এক ফিল্মে সুপারহিট গান অদিতি পালের। কিন্তু এ বঙ্গের শ্রোতাদের কাছে তেমন পরিচিত নন অদিতি। কেন তিনি বাংলা ফিল্মে প্লে ব্যাক করেন না? মন খুলে সেই কথা টিভি নাইন বাংলা ডিজিটালের ব্যাকস্টেজ: ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে বললেন অদিতি। শান্তিনিকেতনের মেয়ে অদিতির মুম্বই পাড়ি ২০০৪ সালে। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের সৌজন্যে। ছিলেন প্রথম দশে। তারপর মুম্বইতে চুটিয়ে জিঙ্গল। তারপর প্লেব্যাক। অদিতি কী হারিয়ে যাচ্ছেন? নাকি অদিতি ঘুরে দাঁড়াচ্ছেন। গায়িকা অদিতি পালের অজানা কথা। অদিতির গল্প। শুনুন ব্যাকস্টেজে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে। ইন্টারভিউ শেষে আছে দারুণ এক চমক। কী সেটা, জানতে দেখুন গোটা এপিসোড।