Cow Hug Day: সরকারি নির্দেশিকার উপর কি নির্ভর করে গো-প্রেম?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Feb 11, 2023 | 5:50 PM

বাড়িতে আমরা গরু পুষি। কিন্তু বিড়াল কুকুরের মত আদর দিই কি? দিই না। অবশ্য এদেরও ভালবাসার ভাষা হয়। সেটা যারা বোঝে শুধু তারাই বোঝে

জীবে প্রেমের কথা বলেছেন গুণী জন। বাড়িতে আমরা গরু পুষি। কিন্তু বিড়াল কুকুরের মত আদর দিই কি? দিই না। অবশ্য এদেরও ভালবাসার ভাষা হয়। সেটা যারা বোঝে শুধু তারাই বোঝে। তবুও মাঝে মধ্যে ধরা পড়ে ভালবাসার ছবি। গ্রামের কোনও পথের ধারে। ঠিক এরকম প্রেম। তাই সরকারি নির্দেশ থাকা না থাকার ওপর নির্ভর করে না গো-প্রেম।

Published on: Feb 11, 2023 05:50 PM