Loading video

Domjur Poster: ডোমজুড় জুড়ে ছিঃ পোস্টার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 19, 2023 | 6:05 PM

Domjur Poster: ডোমজুড়ের জগদীশপুর অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় দেখা গেল ছি:লেখা পোস্টার। তাতে আরো লেখা রয়েছে 'আমাদের ভোটটাও দিতে দিলেন না? ছিঃ'।

পঞ্চায়েত ভোট ও তার ফলাফল প্রকাশ নিয়ে একদিকে যেমন বিরোধীদের তোপের মুখে রাজ্যের শাসক দল।অন্যদিকে আদালতে ভুরি ভুরি অভিযোগ। কোথাও ব্যালট বাক্স লুট তো কোথাও গণনা কেন্দ্রের বাইরে ব্যালটের ছড়াছড়ি। এসবের মধ্যেই এবার ডোমজুড়ের জগদীশপুর অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় দেখা গেল ছি:লেখা পোস্টার। তাতে আরো লেখা রয়েছে ‘আমাদের ভোটটাও দিতে দিলেন না? ছি:’। এবং পোস্টারের নিচে লেখা (জগদীশপুর অঞ্চল গ্রামবাসী বৃন্দ)। তবে ভোট এবং গণনা মিটে যাওয়ার পরও এই পোস্টার কে বা কারা মেরেছে তার সদত্তর না পাওয়া গেলেও।এই পোস্টার ঘিরে শাসক এবং বিরোধী দ্বিমত পোষণ করছে। একদিকে যেমন ওই অঞ্চলের বাসিন্দা তথা হাওড়া সদর বিজেপির সহ-সভাপতি গোবিন্দ হাজরা বলেন গ্রামের মানুষ পঞ্চায়েতে তাদের ভোটাধিকার না দিতে পারায় তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ভোটের দিন যেভাবে শাসকদলের দুর্বৃত্তরা গ্রামবাসীদের মারধর করে সন্ত্রাস চালিয়ে ভোট না দিতে দিয়ে ভোট লুট করেছে। সেই খোভেরই প্রকাশ এই পোস্টারের মাধ্যমে হয়েছে। মানুষ সব দেখেছে। আগামী দিনে এইভাবে যারা ভোট লুট করেছে তাদেরকে বুঝিয়ে দেবে। অন্যদিকে ডোমজুড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি জানান এই অঞ্চলে ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। আর যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই মিটিং মিছিলের লোক বাইরে থেকে ভাড়া করে আনতে হয়। এবং এলাকায় নেশা করার টাকা দিয়ে লোক ধরে রাখতে হয় তারাই রাতের অন্ধকারে এই কাজ করেছে এবং এর সঙ্গে গ্রামবাসীদের নাম জুড়ে দিয়েছে।