Dooars News: গরম নয়, বাঁদরের দাপটে শুনশান ডুয়ার্সের রাস্তা
জল এবং খাদ্যের খোঁজে লোকালয়ে হানা বানরের দলের। আতঙ্কিত এলাকাবাসী, ডুয়ার্সের বানারহাট শহরে ঢুকে পরেছে শয়ে শয়ে বানরের দল। পাড়ার রাস্তা ঘাট থেকে বাড়ির প্রাচীর, ছাদ থেকে বাড়ির উঠোন বানর দের দখলে। যার কারণে অতিষ্ট একাকাবাসি। আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের।এক কথায় রীতিমত ঘর বন্দী মানুষ
ডুয়ার্স জুড়েও বাড়ছে উত্তাপ বাড়ছে তাপ প্রবাহ। তাই শুকিয়ে যাচ্ছে জঙ্গলের নদী ও ঝোরা। জল এবং খাদ্যের খোঁজে লোকালয়ে হানা বানরের দলের। আতঙ্কিত এলাকাবাসী, ডুয়ার্সের বানারহাট শহরে ঢুকে পরেছে শয়ে শয়ে বানরের দল। পাড়ার রাস্তা ঘাট থেকে বাড়ির প্রাচীর, ছাদ থেকে বাড়ির উঠোন বানর দের দখলে। যার কারণে অতিষ্ট একাকাবাসি। আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের।এক কথায় রীতিমত ঘর বন্দী মানুষ। ঘরের ভেতর বাড়ির চালে, ছাদে রান্না ঘরে ঢুকে পড়ছে বাঁদরের দল। বাড়ির ভেতরে মজুদ করে রাখা পানীয় জল, কাজের জল খেতে ভীর জমিয়েছে বানর রা।রান্নাঘরে হানা দিয়ে ভাত ডাল সবজি সব নিয়ে যাচ্ছে বানরের দল। এমকি দোকানের খাদ্য সামগ্রী ও নষ্ট করছে। বাড়িতে বালতি, ড্রামে রাখা জলের মধ্যে স্নান করছে বাঁদরের দল গরম থেকে বাচতে। কারণ জঙ্গলের ভেতরে থাকা ছোট ছোট ঝোরা, নদীর জল শুকিয়ে যেতে বসেছে। এতটাই জল কষ্ট যে মানুষের হাত থেকে জলের বোতলে জল খেতে দেখা গেলো বানারহাটে। রাস্তা জুড়ে চলছে একপ্রকার বাঁদরের তান্ডব ও বাঁদরামি। বানরের হামলায় ইতিমধ্যেই আহত হয়েছে বেশ কয়েকজন এমন টাই দাবি বাসিন্দাদের। প্রায় জন শূন্য হয়ে পড়েছে শহরের রাস্তাঘাট।তাই গোটা এলাকায় ঘরের জানালার উপর দিয়ে লাগানো হয়েছে জাল নেট ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে। বানারহাটের বিভিন্ন একালার চিত্র বর্তমানে এমনটাই। স্থানীয়দের দাবি,প্রচন্ড গরমের জেরে জলের খোঁজেই লোকালয়ে হানা দিচ্ছে বাঁদরের দল। এমনকি খাদ্যের অভাব দেখা দিয়েছে জঙ্গলে। তাই শয়ে শয়ে বান্দর শাবক নিয়ে ঢুকে পড়ছে বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে। কিছু কিছু পরিবেশ প্রেমী সাধারণ মানুষ ভালোবেসে আবার জল খাইয়ে দিচ্ছে বানরের দলকে। তবে তেড়ে আসছে কখনো কখনো। বাসিন্দাদের দাবি , বানরের হামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছে। সুযোগ পেলেই ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালাচ্ছে। যেভাবে জায়গায় বানরের দল দেখা যাচ্ছে, তাতে আতঙ্কে এক প্রকার ঘরবন্দী সাধারণ মানুষ। পরিবেশ প্রেমিদের অভিযোগ, গরমের কারণে জঙ্গলের ভিতরে থাকা নদী ,ঝোরা শুকিয়ে যাচ্ছে। তার কারণে জল সংকট দেখা দিয়েছে । যার কারণে জলের খোঁজে তারা বাইরে বেরিয়ে আসছে বানরের দল। শুধু যে বানর বেরিয়ে আসছে এমনটা না, এরপর বন্যপ্রাণীরাও বেরিয়ে আসবে জল কষ্টে। এদিন তেমনই ছবি ধরা পড়লো বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে। কখনো ঘরের ভেতর থেকে খাবার তুলে নিয়ে যাচ্ছে তো কখনো বাইরে শুকাতে দেওয়া জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে তারা। কেউ তাড়াতে গেলে তাদের দিকে তেরে আসছে কামড়াবার জন্যে। এই ছবি দেখেই রীতিমত আতঙ্কিত বাসিন্দারা।