SIR in Bengal: শুনানিতে ডাকা হতে পারে ৩০ লক্ষ ভোটারকে, আপনার নাম নেই তো? দেখুন

| Edited By: Avra Chattopadhyay

Dec 15, 2025 | 1:06 PM

SIR Draft List to be Published: কার নাম থাকবে, কার নাম থাকবে না, সবই দেখা যাবে এই তালিকায়। কিন্তু খসড়া তালিকায় নাম থাকলেই যে শুনানি থেকে ছাড়, এমনটা নয়। কমিশন স্পষ্ট করেছে, তথ্য নিয়ে সন্দেহ তৈরি হলেই সংশ্লিষ্ট ভোটারকে তলব করা হবে।

কলকাতা: দিন পেরলেই প্রকাশ হবে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা। কার নাম থাকবে, কার নাম থাকবে না, সবই দেখা যাবে এই তালিকায়। কিন্তু খসড়া তালিকায় নাম থাকলেই যে শুনানি থেকে ছাড়, এমনটা নয়। কমিশন স্পষ্ট করেছে, তথ্য নিয়ে সন্দেহ তৈরি হলেই সংশ্লিষ্ট ভোটারকে তলব করা হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাম বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের। অর্থাৎ খসড়া তালিকা থেকে আপাতত ভাবে বাদ এই ভোটাররা। মঙ্গলবার তালিকা প্রকাশ। বুধবার থেকে যেতে হবে শুনানি। কিন্তু কতজনকে ডাকল কমিশন? সূত্রের খবর, এখনও নো-ম্য়াপিংয়ের তালিকায় রয়েছেন ৩০ লক্ষ ভোটার। বুধবার থেকেই এই সম্ভব্য ৩০ লক্ষের শুনানি শুরু হতে পারে।