Khardah News: প্রয়াত ডিএসপিরস্ত্রীকে হুমকি!
খড়দহ মুখার্জি রোডে এক আবাসনে বসবাস করেন জলি বিশ্বাস। জলি বিশ্বাসের স্বামী পেশায় প্রয়াত প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রদ্যুৎ কুমার বিশ্বাস। স্বামীর মৃত্যুর পর স্ত্রী ওই আবাসনে একাই থাকতেন। অভিযোগ স্বামীর মৃত্যুর পর থেকেই আবাসনের কমিটির সদস্য প্রাণগোপাল সাহা ও তার দলবল জলি বিশ্বাসকে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে।
খড়দহ মুখার্জি রোডে এক আবাসনে বসবাস করেন জলি বিশ্বাস। জলি বিশ্বাসের স্বামী পেশায় প্রয়াত প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রদ্যুৎ কুমার বিশ্বাস। গত ২০২০ তার মৃত্যু হয়। ২০১৮ সালে অবসর নেওয়ার সময় প্রদ্যুৎ বাবু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী ওই আবাসনে একাই থাকতেন। অভিযোগ স্বামীর মৃত্যুর পর থেকেই আবাসনের কমিটির সদস্য প্রাণগোপাল সাহা ও তার দলবল জলি বিশ্বাসকে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। জলি বিশ্বাস ফ্ল্যাট বিক্রি করতে রাজি না হওয়ায়, তার ফ্ল্যাটের সামনে নোংরা আবর্জনা ফেলা থেকে শুরু করে তাকে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেয় আবাসন কমিটির সদস্য প্রাণগোপাল সাহা। হুমকির পরে আতঙ্কে গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন জলি দেবী। অভিযুক্তদের বিরুদ্ধে খরদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন একটাই ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার স্ত্রী যদি তার আবাসনের মধ্যেই নিরাপত্তাহীনতায় ভোগেন। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ……