Duare Sarker News: দুয়ারে সরকারে নেই মুখ্যমন্ত্রীর ছবি!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Sep 14, 2023 | 3:09 PM

দুয়ারে সরকার ক্যাম্পে নেই মুখ্যমন্ত্রীর ছবি সহ সরকারি পোস্টের ব্যানার ক্ষোভ বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিধায়কের। পাল্টা বিজেপির দাবি সরকারি লোকই ঝোলাই নি আমরা রাজনীতি করি না।

Follow Us

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে বিতর্কের সৃষ্টি হয়। ২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এদিন জুমকি গ্রাম পঞ্চায়েতে দুয়ারের সরকারের শিবির পরিদর্শনে আসেন এগরার তৃণমূল বিধায়ক তরুন কুমার মাইতি। তিনি অভিযোগ করেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ব্যানার, ফ্লেক্স লাগানো হয়নি। এদিন তিনি সরকারি কর্মচারীদের ধমকও দেন। বিজেপি পঞ্চায়েত অফিসে রাজনীতি করছে বলে দাবি স্থানীয় তৃণমূল বিধায়কের। অপরদিকে জুমকি গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপ প্রধান সঞ্জীব কুমার প্রধান জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। সরকারি দপ্তরের লোকেরা যদি ব্যানার না টাঙ্গায় তার দোষ আমাদের নয়। এই ঘটনায় শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা চাপানোতর তুঙ্গে।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে বিতর্কের সৃষ্টি হয়। ২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এদিন জুমকি গ্রাম পঞ্চায়েতে দুয়ারের সরকারের শিবির পরিদর্শনে আসেন এগরার তৃণমূল বিধায়ক তরুন কুমার মাইতি। তিনি অভিযোগ করেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ব্যানার, ফ্লেক্স লাগানো হয়নি। এদিন তিনি সরকারি কর্মচারীদের ধমকও দেন। বিজেপি পঞ্চায়েত অফিসে রাজনীতি করছে বলে দাবি স্থানীয় তৃণমূল বিধায়কের। অপরদিকে জুমকি গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপ প্রধান সঞ্জীব কুমার প্রধান জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। সরকারি দপ্তরের লোকেরা যদি ব্যানার না টাঙ্গায় তার দোষ আমাদের নয়। এই ঘটনায় শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা চাপানোতর তুঙ্গে।

Next Video