Coochbehar Protest News: কচ্ছপের মৃত্যু, ধর্মঘটের ডাক!
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে স্থানীয় মানুষ । বন্ধ রাজ্য কোচবিহার - আলিপুরদুয়ার রাজ্য সড়ক। কোচবিহার শহর সংলগ্ন বানেশ্বরে দিনের পর দিন মারা যাচ্ছে লুপ্তপ্রায় কচ্ছপ। রাজ আমলের বহু প্রাচীন শিব মন্দিরের দীঘিতে এদের বাস । স্থানীয় মানুষ মোহন নামে এদের চেনেন । পূরণে বর্ণিত কুর্মি অবতার হিসেবে এই মন্দিরে শিবের সাথে মোহনদের পূজা করেন ভক্তরা
বানেশ্বরের শিব দীঘির মোহন (কচ্ছপ) মৃত্যুর প্রতিবাদে ধর্মঘট । প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে স্থানীয় মানুষ । বন্ধ রাজ্য কোচবিহার – আলিপুরদুয়ার রাজ্য সড়ক। কোচবিহার শহর সংলগ্ন বানেশ্বরে দিনের পর দিন মারা যাচ্ছে লুপ্তপ্রায় কচ্ছপ। রাজ আমলের বহু প্রাচীন শিব মন্দিরের দীঘিতে এদের বাস । স্থানীয় মানুষ মোহন নামে এদের চেনেন । পূরণে বর্ণিত কুর্মি অবতার হিসেবে এই মন্দিরে শিবের সাথে মোহনদের পূজা করেন ভক্তরা ।
সম্প্রতি কিছু অসাধু ব্যাক্তি গোপনে এদের পাচার করে দিচ্ছে অন্যত্র। রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পরে মারা যাচ্ছে এই কচ্ছপ । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় মানুষ । একাধিকবার বিষয়গুলি প্রশাসনের নজরে আনার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয় মানুষদের । এর প্রতিবাদেই স্থানীয় মানুষরা আজ অবরোধ শুরু করে বানেশ্বরে । পাশাপাশি বৃহস্পতিবার এলাকার মানুষ এবং মোহন রক্ষা কমিটির উদ্যোগে ৬ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেন । অবরোধ ও ধর্মঘটের জেরে বন্ধ কোচবিহার – আলিপুরদুয়ার রাজ্য সড়ক ।