AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal Heavy Rain: হু হু করে জল ঢুকছে গ্রামে

Ghatal Heavy Rain: হু হু করে জল ঢুকছে গ্রামে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 03, 2023 | 5:20 PM

Share

টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ঝুমি নদীর জলে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে। ইতিমধ্যে ঘাটালের মনশুকা গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা, পালপুকুর থেকে মনসুকা যাওয়ার ঘোড়াই ঘাট চাতালে উঠল জল, বন্ধ গাড়ি চলাচল।

টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ঝুমি নদীর জলে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে। ইতিমধ্যে ঘাটালের মনশুকা গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা, পালপুকুর থেকে মনসুকা যাওয়ার ঘোড়াই ঘাট চাতালে উঠল জল, বন্ধ গাড়ি চলাচল। হাটু সমান জলে ঝুঁকি নিয়ে পারাপার করছে এলাকার মানুষজন।

জানা যায় এই রাস্তাটি এলাকার মানুষজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, প্রায় কুড়ি থেকে ত্রিশটি গ্রামের মানুষ ঘাটালের সঙ্গে এই রাস্তা দিয়েই যোগাযোগ একমাত্র রাস্তা। যদিও এলাকা মানুষজনের দাবি বৃষ্টির জল আরো বাড়লে নামাতে হবে নৌকা। ইতিমধ্যে মনসুকা জল ঢোকায় ক্ষতি হচ্ছে ধান থেকে শাকসবজির। দীর্ঘগ্রা, মনসুকা, বরকতিপুর, সহ বেশ কয়েকটি গ্রামের কৃষি জমি জলের তলায়। আর এই শাকসবজি ডুবে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাবে,এর ফলে দাম বাড়বে বাজারে শাকসবজির এমনই মনে করছেন আমজনতা।