Duplicate Bags Recovery: ব্যাগও এখন নকল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 07, 2023 | 9:05 PM

নামী কোম্পানির নকল ব্যাগ বিক্রির অভিযোগে অভিযান চালালো জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার একটি দল। সোমবার বর্ধমান শহরের তিনটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যাগ বাজেয়াপ্ত করে।

নামী কোম্পানির নকল ব্যাগ বিক্রির অভিযোগে অভিযান চালালো জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার একটি দল। সোমবার বর্ধমান শহরের তিনটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যাগ বাজেয়াপ্ত করে। নামীদামী কোম্পানির ব্যাগের লোগো বা বানান পরিবর্তন করে এই কারবার চলছিল বলে অভিযোগ। জেলা পুলিশের আধিকারিক সৈয়দ মঈনুদ্দিন বলেন, ব্যাগ কোম্পানির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চলে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট লাগোয়া দত্ত সেন্টার মার্কেটের তিনটি দোকানে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট শাখা। এরমধ্যে একটি দোকান থেকে ১৯ টি, একটি দোকান থেকে ২৯৭ টি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, একটি নামী ব্যাগ প্রস্তুতকারক সংস্থা থেকে তাদের কাছে অভিযোগ আসে যে তাদের নাম ব্যবহার করে বাজারে ব্যাগ বিক্রি হচ্ছে। সেই অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার একজন ‘আই পি ইনভেস্টিগেটর’ দত্ত সেন্টারের দোকানে যানন ক্রেতা সেজে। তিনি দোকান থেকে দু’টি ব্যাগের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এরপর আটঘাট বেঁধে সোমবার অভিযান চালানো হয় জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে।