Durga Puja 2021: পুজোয় এবার যশের নতুন দায়িত্ব, কেমন কাটবে শারদীয়া?
যশ কীভাবে কাটাবেন পুজো? পুজোর মেনুতে থাকবে কী? এই পুজোয় যশের ফ্যাশন টিপস কী?
পুজোর ঠিক ১০ দিন বাকি। এরমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অভিনেতা যশের পুজো কিন্তু একটু অন্যরকম। তাঁর কাঁধে এখন নতুন দায়িত্ব, তিনি অভিনেত্রী নুসরত জাহানের সন্তানের বাবা। তিনি অভিভাবকত্ব পালন করছেন সগৌরবে। পাশাপাশি তাঁর শ্যুটিং চলছে নতুন সিনেমা ‘চিনেবাদাম’-এর। সেই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী এনা সাহা। জেনে নিন, যশ কীভাবে কাটাবেন পুজো? পুজোর মেনুতে থাকবে কী? এই পুজোয় যশের ফ্যাশন টিপস কী?