Kolkata Derby: দর্শক ৬৩ হাজার, পুলিশ ২৬০০
ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচে মোট দর্শক সমাগম হবে ৬৩ হাজার ৫০০ জন। এই ম্যাচ ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিষয়ে ২৬০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে।
ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচে মোট দর্শক সমাগম হবে ৬৩ হাজার ৫০০ জন। এই ম্যাচ ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিষয়ে ২৬০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। এদের মধ্যে ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসি রাঙ্কের অফিসার থাকবেন। মোহন বাগানের দর্শকদের জন্য তিনের এ চার এবং পাঁচ নম্বর গেট ব্যবহার করতে পারবে। ইস্টবেঙ্গল এর জন্য 1,2 এবং তিন নম্বর গেট ব্যবহার করতে পারবেন। ম্যাচ শুরু হবে ৪:৪৫ মিনিট নাগাদ, তবে সাধারণ দর্শকদের জন্য ২:৩০ স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।
ব্যানার পোস্টার বাজি লাইটার এমনকি কোন ধরনের দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। যদি কোন দর্শকের কাছে দাহ্য পদার্থ কিংবা শব্দ বাজি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। Musical instrument নিয়েও মাঠে ঢোকা নিষিদ্ধ।
নিরাপত্তা বিষয়ে নজর রেখে সিসিটিভির বন্দোবস্ত করা হচ্ছে, পাশাপাশি স্টেডিয়ামের বাইরে পর্যাপ্ত আলোর ব্যবহার থাকছে।। যেকোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বতোভাবে প্রস্তুত বিধান নগর পুলিশ কমিশনারেট।