Howrah-Bandel AC Local: হাওড়া-ব্যান্ডেল রুটে চলবে এসি লোকাল, চলছে সমীক্ষা!
AC Local in Howrah: বৃহস্পতিবার থেকেই শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত শুরু নতুন এসি লোকাল। এবার তা চলবে হাওড়া-ব্য়ান্ডেলেও। এই মর্মে পূর্ব রেলের হাতে মোট পাঁচটি এসি লোকাল ট্রেন তুলে দিয়েছে ভারতীয় রেলওয়ে।
কলকাতা: হাওড়া থেকে ব্য়ান্ডেল চলবে এসি লোকাল। ইতিমধ্যেই কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে বিরাট সাফল্য পেয়েছে এই উদ্যোগ। এবার সেই সাফল্যকে সামনে রেখে পূর্ব রেলের নতুন সিদ্ধান্ত। নিত্য়যাত্রীদের যাতায়াতকে আরও আরামদায়ক করে দিচ্ছে পূর্বরেল।
বৃহস্পতিবার থেকেই শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত শুরু নতুন এসি লোকাল। এবার তা চলবে হাওড়া-ব্য়ান্ডেলেও। এই মর্মে পূর্ব রেলের হাতে মোট পাঁচটি এসি লোকাল ট্রেন তুলে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এদিন পূর্ব রেলের জেনারেল ম্য়ানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, ‘সমীক্ষার কাজ চলছে। যত তাড়াতাড়ি ট্রেনগুলি আমাদের কাছে আসবে, ততই দ্রুত আমরাও এগুলিকে ট্র্যাকে নামিয়ে দেব। হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেলের মতো সমস্ত রুটগুলিরই সমীক্ষা করা হচ্ছে।’
Published on: Dec 05, 2025 05:53 PM