কেমন চলছে SIR-র কাজ? জেলায় জেলায় যাবেন কমিশনের পর্যবেক্ষকরা

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 29, 2025 | 1:05 PM

একদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে সরব তৃণমূল। এমনকি, বিএলও-র আত্মহত্যায় এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না জানিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তবে তিনি একা নন। মোট ১২ জন পর্যবেক্ষক একাধিক জেলায় যাবেন। খতিয়ে দেখবেন এসআইআর প্রক্রিয়া। তারপর রিপোর্ট দেবেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার। 

একদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে সরব তৃণমূল। এমনকি, বিএলও-র আত্মহত্যায় এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না জানিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তবে তিনি একা নন। মোট ১২ জন পর্যবেক্ষক একাধিক জেলায় যাবেন। খতিয়ে দেখবেন এসআইআর প্রক্রিয়া। তারপর রিপোর্ট দেবেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।