Barrackpore: সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাতেই বেরিয়ে এল আসল তথ্য…
ভাড়াটে রনির খোঁজে কেন এত সশস্ত্র বাহিনী, সাতসকালে খানিকটা চমকেই যান বাড়ির মালিক। পরে জানা যায়, এই রনির অ্যাকাউন্টে খোঁজ মিলেছে বিশাল অঙ্কের টাকার। যা এক পুরসভাকর্মীর অ্যাকাউন্টে থাকা খানিক অস্বাভাবিকই। এরপরেই বেরিয়ে এল আসল রহস্য। ইডি সূত্রে খবর, এই রনি মণ্ডল যুক্ত নারীপাচার চক্রের সঙ্গে
ব্য়ারাকপুর: ব্যারাকপুরের রবীন্দ্রপল্লী এলাকায় এখন জোর গুঞ্জন। এলাকারই এক বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারীরা খুঁজছেন জনৈক রনি মণ্ডলকে। এলাকাতে ভাড়া থাকেন রনি, বাড়ির মালিকের কথায় কাজ করেন ব্যারাকপুর পুরসভার কন্ট্রাক্টর হিসেবে। হঠাৎ ভাড়াটে রনির খোঁজে কেন এত সশস্ত্র বাহিনী, সাতসকালে খানিকটা চমকেই যান বাড়ির মালিক। পরে জানা যায়, এই রনির অ্যাকাউন্টে খোঁজ মিলেছে বিশাল অঙ্কের টাকার। যা এক পুরসভাকর্মীর অ্যাকাউন্টে থাকা খানিক অস্বাভাবিকই। এরপরেই বেরিয়ে এল আসল রহস্য। ইডি সূত্রে খবর, এই রনি মণ্ডল যুক্ত নারীপাচার চক্রের সঙ্গে। বাংলাদেশে নারীপাচার করার সূত্রেই নাকি তাঁর অ্যাকাউন্টে এই বিশাল টাকার হদিশ।
তাহলে কি রবীন্দ্রপল্লীর এই বাড়ি থেকেই নারীপাচার চক্র চালাতেন রনি? বাড়িতে যে এহেন কোনও কাজই হত না তা জানিয়ে দেন বাড়ির মালিক। তাঁর কথায়, নিজের পরিবাবের সঙ্গেই সেখানে ভাড়া থাকতেন রনি। সামনের ডিসেম্বরেই শেষ হতে চলেছে এই বাড়িতে থাকার চুক্তি।