Viral Video: ৮ বছরের ‘দাদা’ হলেন স্বামী
সম্পর্কের অদ্ভুত রসায়ন! এই যুগলের প্রেমকাহিনি এখন ভাইরাল। বিগত ৮ বছর ধরে 'দাদা' বলে আসছিলেন। তাঁকেই বিয়ে করে সন্তানের মা হলেন এক মহিলা।
সম্পর্কের অদ্ভুত রসায়ন! এই যুগলের প্রেমকাহিনি এখন ভাইরাল। বিগত ৮ বছর ধরে ‘দাদা’ বলে আসছিলেন। তাঁকেই বিয়ে করে সন্তানের মা হলেন এক মহিলা। মহিলাও এ-ও জানিয়েছেন যে, বিয়ের আগে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে ভিনি অ্যান্ড জয়-এর পেজ থেকে। ভিডিয়োতে কিছু ছবিতে ভিনি এবং জয়কে দেখা গেছে । বেশ কম বয়স থেকেই ছবিতে একসঙ্গে তাঁরা। ভিনি জানিয়েছেন তিনি জয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের সন্তানও হয়েছে। ওই রিলটিতে তাঁদের সন্তানেরও একটি ছবিও দেখা যাচ্ছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা ‘আমরা আত্মীয়, আমাদের বয়সের ফারাক থাকায় আমি ওকে অনেকদিন দাদা বলতাম। এখন ভাইয়া থেকে সাঁইয়া’। শেয়ার হওয়ার পর থেকে প্রায় ৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। ভিডিয়োটি দেখার পর বহু মানুষ তাঁদের অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । একজন লিখছেন, ‘এটা এক্কেবারেই মজার বিষয় নয়, বড় অদ্ভুত লাগল’। আর একজন যোগ বলেন, ‘বিষয়টা খুব একটা ভাল দেখাল না’।