SIR-র শুনানি নিয়ে নতুন নির্দেশ কমিশনের, কী বলল?
পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি নিয়ে নানা অভিযোগ করছে তৃণমূল। হিয়ারিংয়ের নামে ভোটারদের হয়রানির অভিযোগ উঠছে। এই আবহে নতুন নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার বিকেল ৫টার মধ্যে বকেয়া নোটিস পাঠানোর নির্দেশ দিল। রবিবার বিকেলের মধ্যে যাতে সবার কাছে নোটিস পৌঁছে যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। এসআইআর-র জন্য অতিরিক্ত সময় চায়নি সিইও দফতর। ফলে মনে করা হচ্ছে, নির্দিষ্ট সময়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি নিয়ে নানা অভিযোগ করছে তৃণমূল। হিয়ারিংয়ের নামে ভোটারদের হয়রানির অভিযোগ উঠছে। এই আবহে নতুন নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার বিকেল ৫টার মধ্যে বকেয়া নোটিস পাঠানোর নির্দেশ দিল। রবিবার বিকেলের মধ্যে যাতে সবার কাছে নোটিস পৌঁছে যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। এসআইআর-র জন্য অতিরিক্ত সময় চায়নি সিইও দফতর। ফলে মনে করা হচ্ছে, নির্দিষ্ট সময়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।