CPIM: নজির গড়ল সিপিআইএম

CPIM: নজির গড়ল সিপিআইএম

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 17, 2023 | 5:10 PM

Jalpaiguri: জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনির বাসিন্দা বছর ৭৫ অশিতীপর বৃদ্ধা সখিনা খাতুন। সহায়সম্বলহীন এই বৃদ্ধার ঘরে সামান্য কেরোসিনের কুপি জ্বালানোর সামর্থ্য ছিলোনা।

পঞ্চায়েত ভোটের ফল বের হতেই যখন নতুন করে হিংসা ছড়িয়েছে জেলায় জেলায়।এর মাঝেই ঠিক উল্টো ছবি দেখা গেলো জলপাইগুড়ি তিস্তা পারে। রক্তে গড়া বক্রেশ্বরের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানকে হাতিয়ার করে সহায় সম্বলহীন মানুষদের ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে উদ্যোগ নিলেন সিপিএম কর্মীরা। আর এইসব দেখে ওয়াকিবহাল মহলের বক্তব্য পঞ্চায়েত ভোটের সাফল্য আগামী লোকসভা নির্বাচনে ধরে রাখতে সময় নষ্ট না করে কোমড় বেঁধে ময়দানে নেমেছে সিপিএম।

জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনির বাসিন্দা বছর ৭৫ অশিতীপর বৃদ্ধা সখিনা খাতুন। সহায়সম্বলহীন এই বৃদ্ধার ঘরে সামান্য কেরোসিনের কুপি জ্বালানোর সামর্থ্য ছিলোনা। তাই সন্ধ্যা হতে না হতেই বৃদ্ধা ঘরে ঢুকে যেতেন। আবার সকাল হলে ঘরের বাইরে আসতেন। এভাবেই কাটছিলো বছরের পর বছর। অভিযোগ গত তৃনমূল পরিচালিত পঞ্চায়েত সব দেখেও কিছুই করেনি। এমনকি বৃদ্ধা ভাতার ব্যাবস্থাও পর্যন্ত করে দেননি।

Published on: Jul 17, 2023 04:55 PM