Jhargram News: আবার বেরিয়েছে রামলাল
পূজার আগে মার্কেটিং এ নামলো রামলাল চন্দ্রকোনারোড থেকে গড়বেতা যাওয়ার পথে জঙ্গলের মাঝের রাস্তার উপর ট্রাক দাড় করিয়ে মার্কেটিং সেরে নিল এক দফায়। রামলাল অন্য কেউ না পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জঙ্গলমহল এলাকার একটি হাতির নাম। জঙ্গলের হাতিকেই জঙ্গলমহলের এলাকার মানুষ ভালোবেসে তার নাম দিয়েছিল রামলাল।
পূজার আগে মার্কেটিং এ নামলো রামলাল চন্দ্রকোনারোড থেকে গড়বেতা যাওয়ার পথে জঙ্গলের মাঝের রাস্তার উপর ট্রাক দাড় করিয়ে মার্কেটিং সেরে নিল এক দফায়। রামলাল অন্য কেউ না পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জঙ্গলমহল এলাকার একটি হাতির নাম। জঙ্গলের হাতিকেই জঙ্গলমহলের এলাকার মানুষ ভালোবেসে তার নাম দিয়েছিল রামলাল। আর সেই রামলাল এখন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, ঝাড়খন্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় আর পেটের ক্ষুদা মিটানোর জন্য যখন যেখানে যা পায় তাই খেয়ে নেয়।
কখন বা ঢুকে যায় হোটেলে আবার কখনো বা কোন মিলে আবার খিদার চোটে কখনো লোকের বাড়িতেও পর্যন্ত ঢুকে গেছে রামলাল আর এবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানার অন্তর্গত ময়রাকাটার জঙ্গলে রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে খাবার সহ বিভিন্ন জামা কাপড় ছড়িয়ে ফেলল রামলাল। যথারীতি মস্তানদের মত রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়েই তার এই দোলা দেয় জঙ্গলমহল মানুষের কাছে বহু পরিচিত। আর তাই রাস্তার উপর যখনই কোন ট্রাককে দাঁড় করায় রামলাল তখনই ট্রাকে খাবার যা থাকে তারা রামলালকে দিয়ে সেখান থেকে এগিয়ে যায় অন্যত্র। আর আজও সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়।