Arambag Elephant News: আরামবাগে হাতির তাণ্ডব
হাতির তাণ্ডবে বন্ধ হয়ে যায় ছোটদের ক্রিকেট। উৎসুক জনতার একজন আহত হন হাতির হানায়। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দ্বারকেশ্বর নদ পেরিয়ে আরামবাগ শহরে ঢুকে পড়ল একটি দলছুট হাতি। আরামবাগ শহরের পুরাতন সবজি বাজারে এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে হাতিটি। দাঁতাল হাতির ছুটোছুটিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকার লোকজন।