Alipurduar News: ট্রেনের ঠিক কাছে হাতি…
চালকের ততপরতায় বাঁচল বুনোহাতি।পরপর দুটি ঘটনায় রক্ষা পেয়েছে বুনোহাতি।আপ লাইট ইঞ্জিনের কাজ করার সময় শিলিগুড়ি, এলার্ট এলপি এবং এএলপি শ্রী এম.এস. রাও ও পি. গোস্বামী লক্ষ্য করলেন যে একটি বন্য হাতি আজ সকাল 06.22 মিনিটে চালসা - নাগরাকাটার মধ্যে 70/9 কিমি ট্র্যাক অতিক্রম করছে এবং ট্রেনটিকে নিয়ন্ত্রণ করে এটিকে বাঁচিয়েছে।
চালকের ততপরতায় বাঁচল বুনোহাতি।পরপর দুটি ঘটনায় রক্ষা পেয়েছে বুনোহাতি।আপ লাইট ইঞ্জিনের কাজ করার সময় শিলিগুড়ি, এলার্ট এলপি এবং এএলপি শ্রী এম.এস. রাও ও পি. গোস্বামী লক্ষ্য করলেন যে একটি বন্য হাতি আজ সকাল 06.22 মিনিটে চালসা – নাগরাকাটার মধ্যে 70/9 কিমি ট্র্যাক অতিক্রম করছে এবং ট্রেনটিকে নিয়ন্ত্রণ করে এটিকে বাঁচিয়েছে। বেশ কিছুক্ষন ট্রেন দাঁড়িয়ে থাকে।বুনোহাতি টি জঙ্গলে চলে গেলে ট্রেন চলতে শুরু করে। অপর আরেকটি ঘটনায়, এলার্ট লোকো পাইলট ও সহকারী। lP শ্রী সুভাষ কে. দাস এবং সুদেব নাথ দেখতে পান যে একটি হাতি 75741 শিলিগুড়ি-ধুবরি ডেমু কাজ করার সময় চালসা-নাগরাকাটার মধ্যে KM 71/0-1-এ ট্র্যাকে দাঁড়িয়ে আছে এবং সময়মত ট্রেন থামিয়ে হাতিকে রক্ষা করে লোকো পাইলট।এটি প্রমান করে কিভাবে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটরা ঝুঁকিপূর্ণ কাজ করে বুনো হাতিদের আলিপুরদুয়ার-শিলিগুড়ি বিভাগে বন্য প্রাণীদের মূল্যবান জীবন বাঁচাতে প্রস্তুত। উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে,গত কয়েক মাসে আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি ১৬২ কিমি রেলপথে ৪ টি অভয়ারণ্যে রয়েছে।এই রুটে বুনোহাতি রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেন চালকের ততপরতায় বেঁচে যাচ্ছে।