Elephant Viral Video: পর্যটকদের পথ আটকাল হাতি
Viral Video: একটি ভিডিয়ো এখন ভাইরাল। গাড়ির ভিতর থেকেই ভিডিয়োটি শুট করেছেন এক টুরিস্ট। দেখে মনে হল, এই ঘটনাটা যেন ঠিক জঙ্গলের মাঝামাঝি অবস্থায় ঘটেছে।
একটি ভিডিয়ো এখন ভাইরাল। গাড়ির ভিতর থেকেই ভিডিয়োটি শুট করেছেন এক টুরিস্ট। দেখে মনে হল, এই ঘটনাটা যেন ঠিক জঙ্গলের মাঝামাঝি অবস্থায় ঘটেছে। ভিডিয়োতে দেখা গেল, টুরিস্ট বোঝাই গাড়িটা একটা হাতিকে দেখে দাঁড়িয়ে যায়। যেই গাড়িটা দাঁড়িয়ে গেল,তখনই হাতিটি ওই টুরিস্ট গাড়িটার দিকে টুকটুক করে এগিয়ে আসতে থাকল। গাড়ির মধ্যে থাকা কিছু টুরিস্ট বলতে থাকলেন ওই হাতিটাকে কিছু কলা দিতে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার একটু ভয়ও পেয়ে গেলেন। হাতিটা যখন ওই গাড়িটির দিকে এগিয়ে এল,তখন প্যাসেঞ্জারদের মধ্যে কেউ-কেউ গণেশের মন্ত্র জপ করতে থাকলেন। সেই সময় ড্রাইভার গাড়িটাকে নিয়ে কয়েক মিটারের জন্য পিছিয়ে যেতে থাকে। তারপর হাতিটা ধীরে ধীরে সরে গিয়ে রাস্তার পাশে চলে যায়। হাতিটা সরে যেতেই এক প্যাসেঞ্জার গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ‘এবার খুব জোরে চালাও’। গাড়িটা হাতির পাশ দিয়ে যাওয়ার সময়ে হাতিটা শুঁড়টি উঁচু করে তাঁদের নিরাপদ যাত্রাকে অভিবাদন জানাতে থাকে! টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার রুপিন শর্মা। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,’একটা গাড়ি বোঝাই ব্রাহ্মণদের সঙ্গে যখন হাতির দেখা হল’। ২৬ মার্চ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই তার ভিউ ৫৬.২ হাজার। একজন যোগ করলেন, ‘সত্যিই মন্ত্রের জোর আছে বলতে হয়’।