Musk Vs Zuckerberg Fight: মাস্ক বনাম জুকারবার্গের যুদ্ধ!

Musk Vs Zuckerberg Fight: মাস্ক বনাম জুকারবার্গের যুদ্ধ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 25, 2023 | 7:44 PM

যুদ্ধের ময়দানে মখোমুখি মেটা কর্তা মার্ক জুকারবার্গ ও টুইটার কর্তা এলন মাস্ক। এই যুদ্ধের ব্যাপারে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন এলন মাস্ক। মার্ক জুকারবার্গের কথায় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।

যুদ্ধের ময়দানে মখোমুখি মেটা কর্তা মার্ক জুকারবার্গ ও টুইটার কর্তা এলন মাস্ক। এই যুদ্ধের ব্যাপারে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন এলন মাস্ক। মার্ক জুকারবার্গের কথায় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি প্রস্তুতি নিচ্ছেন লড়াইয়ের জন্য। মার্ক জুকারবার্গ জাপানি মার্শাল আর্ট শেখার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। মার্ক জুকারবার্গ টুইটারকে টেক্কা দিতে চান। এই কথা শুনে রেগে যান এলন মাস্ক। তিনি জানান জুকারবার্গের সঙ্গে লড়াই করবেন। লড়াইয়ের কথা এলন মাস্ক টুইটও করেছেন। এই লড়াই হতে পারে ইতালির রোমে । এই লড়াই সরাসরি লাইভ দেখা যাবে মেটা ও টুইটারে। ২৬ অগাস্ট বদ্ধ খাঁচায় লড়াই হতে পারে এলন মাস্ক ও মার্ক জুকারবার্গের। সেখান থেকে যে টাকা আয় হবে,তা খরচ হবে সমাজ সেবার কাজে।