Elon Musk On Neuralink: মাথার মধ্যে ঢোকানো হবে সিম কার্ড!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 01, 2023 | 2:20 PM

ইলেকট্রনিক চিপ বসাবে মানুষের মস্তিষ্কে। এমনই একটি প্রকল্প শুরু করবেন তিনি। এই চিপ বসানো হবে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন মানুষের মস্তিষ্কে। এই চিপ বদলে দিতে পারে মানুষের জীবন। এই চিপটি দেখতে মোবাইলের সিমের মত। এই চিপটি বসাতে হবে মস্তিষ্কে ছিদ্র করে। এই চিপ বসালে ফিরবে মানুষের দৃষ্টিশক্তি। এর ফলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে

ইলন মাস্কের ছোঁয়ায় বদলে যাবে অনেক মানুষের জীবন। ইলেকট্রনিক চিপ বসাবে মানুষের মস্তিষ্কে। এমনই একটি প্রকল্প শুরু করবেন তিনি। এই চিপ বসানো হবে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন মানুষের মস্তিষ্কে। এই চিপ বদলে দিতে পারে মানুষের জীবন। এই চিপটি দেখতে মোবাইলের সিমের মত। এই চিপটি বসাতে হবে মস্তিষ্কে ছিদ্র করে। এই চিপ বসালে ফিরবে মানুষের দৃষ্টিশক্তি। এর ফলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এই চিপটি প্রথমে পরীক্ষা করা হয়েছে বানরের দেহে। এই চিপগুলি ডিকোড করতে পারে মস্তিষ্কে পাঠানো সংকেত গুলিকে। বিশেষজ্ঞদের মতে নিউরালিঙ্কের ব্রেন ইমপ্লান্টগুলি ভালভাবে পরীক্ষা করতে হবে। মাস্ক খুব তাড়াতাড়ি এই প্রযুক্তি মানুষের মধ্যে কীভাবে ব্যবহার করা হবে তা জানাবেন।মানুষের মাথায় এই পরীক্ষা করার জন্য ছাড়পত্র দিয়েছে এফডিএ।