My India My LiFE Goals: ‘বায়োগ্যাস’-এর উৎপাদনে জোর দিন

| Edited By: Moumita Das

Aug 08, 2023 | 9:20 PM

'বায়োগ্যাস'-এর উৎপাদনে জোর দিন। বায়োগ্যাস একটি স্বচ্ছ শক্তির উৎস। এই প্রক্রিয়ায় বায়োমাসকে জ্বালানিতে রূপান্তরিত করা হয়। বায়োগ্যাস প্রজেক্টগুলি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে

‘বায়োগ্যাস’-এর উৎপাদনে জোর দিন। বায়োগ্যাস একটি স্বচ্ছ শক্তির উৎস। এই প্রক্রিয়ায় বায়োমাসকে জ্বালানিতে রূপান্তরিত করা হয়। বায়োগ্যাস প্রজেক্টগুলি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। ব্যাকটেরিয়া দ্বারা জৈব পদার্থ পচিয়ে মিথেন এবং CO2 উৎপন্ন হয়। জৈব উৎস যেমন জৈব বর্জ্য, পৌর বর্জ্য এবং গোবরের ব্যবহার করা হয়। বিভিন্ন কৃষি এবং শিল্পের উদ্দেশ্যে প্রয়োগ করা যেতে পারে।