Employees’ Provident Fund Organisation: কেন আপনি পাবেন বাড়তি ৫০ হাজার টাকা? কী বলছে EPFO!

Dec 12, 2025 | 1:31 PM

EPFO: বেসরকারী সংস্থায় চাকরি করছেন যে সব কর্মী, তাদের কী সুবিধা হবে? প্রথমত, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কত তাকা রয়েছে তার উপর নির্ভর করে লাভের অঙ্ক দেখতে পাওয়া যাবে। যদি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা থাকে তাহলে সুদ হিসাবে মিলবে প্রায় ৪২ হাজার টাকা।

এবার উপকৃত হতে চলেছেন দেশের ৮ কোটি বেসরকারি কর্মী। কারণ? শোনা গিয়েছে চলতি অর্থবর্ষে ইপিএফের সুদের হার বাড়াতে পারে সরকার। জানা যাচ্ছে, ৮.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদ হতে পারে ৮.৭৫ শতাংশ।

কিন্তু এতে বেসরকারী সংস্থায় চাকরি করছেন যে সব কর্মী, তাদের কী সুবিধা হবে? প্রথমত, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কত তাকা রয়েছে তার উপর নির্ভর করে লাভের অঙ্ক দেখতে পাওয়া যাবে। যদি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা থাকে তাহলে সুদ হিসাবে মিলবে প্রায় ৪২ হাজার টাকা। একই ভাবে ৮.৭৫ শতাংশ সুদের হারে ৬ লক্ষ টাকা থাকলে মিলবে ৫০ হাজার টাকা।

Published on: Dec 12, 2025 01:30 PM