SUV গাড়ি থেকেই ধ্বংস হবে শত্রু ড্রোন! ভারতের হাতে নতুন ইন্দ্রজাল রেঞ্জার
Indrajaal Ranger: এই গাড়ি কী করবে? আসলে যে কোনও ড্রোন বা মানুষহীন যে কোনও যানকে আকাশে ধ্বংস করে দেবে। তবে, এটা কিন্তু কোনও কামান নয়। এটা দেখতে একেবারে একটা এসইউভির মতো। কোনও ড্রোন চিহ্নিত করতে ও তাকে ধ্বংস করতে ২৫ সেকেন্ড সময় লাগবে এই ইন্দ্রজালের।
একটা সাধারণ গাড়ি। একদম আমার আপনার গাড়ির মতো। এই গাড়ির নাম ইন্দ্রজাল রেঞ্জার। এটা আসলে অ্যান্টি ড্রোন, অ্যান্টি অ্যাটাক ভেহিকল সিস্টেম। একটা গাড়ির মধ্যে গোটা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তৈরি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে। তৈরি করেছে এক ভারতীয় স্টার্ট আপ। ইতিমধ্যেই সেই গাড়ির অর্ডার দিয়েছে সেনা। তবে ওই সংস্থা দাবি করছে সেনার পাশাপশি সীমান্ত সুরক্ষাতেও এই যান এক দারুণ ভূমিকা নিতে চলেছে।
এই গাড়ি কী করবে? আসলে যে কোনও ড্রোন বা মানুষহীন যে কোনও যানকে আকাশে ধ্বংস করে দেবে। তবে, এটা কিন্তু কোনও কামান নয়। এটা দেখতে একেবারে একটা এসইউভির মতো। কোনও ড্রোন চিহ্নিত করতে ও তাকে ধ্বংস করতে ২৫ সেকেন্ড সময় লাগবে এই ইন্দ্রজালের।
Published on: Dec 08, 2025 05:52 PM