Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parambrata Chatterjee: সোমবার, ২৭ নভেম্বর আইনি সইসাবুদ করে বিয়ে করলেন পরমব্রত ও পিয়া

Parambrata Chatterjee: সোমবার, ২৭ নভেম্বর আইনি সইসাবুদ করে বিয়ে করলেন পরমব্রত ও পিয়া

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 28, 2023 | 12:13 AM

অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ‘গোপনে’ সম্পন্ন হয়েছে এই বিবাহ, খবর এমনটাই। সোমবার, ২৭ নভেম্বর আইনি সইসাবুদ করে বিয়ে সারেন তাঁরা। হাজির ছিলেন কাছের বন্ধুরা।

পরম-সুন্দরী

অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ‘গোপনে’ সম্পন্ন হয়েছে এই বিবাহ, খবর এমনটাই। সোমবার, ২৭ নভেম্বর আইনি সইসাবুদ করে বিয়ে সারেন তাঁরা। হাজির ছিলেন কাছের বন্ধুরা।

‘অনেক বয়সে বিয়ে করেছি’

সকাল থেকেই বিয়ে নিয়ে চুপ ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে সন্ধে গড়াতেই বিয়ে নিয়ে খানিক দোনামোনার পর অবশেষে মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমকে হেসে বললেন, “অনেক বয়সে বিয়ে করেছি। যেমন লাগে তেমনই লাগছে। পুরো ব্যাপারটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই রেখেছি।”

তারাপীঠে পুজো দিলেন শ্রাবন্তী

কপালে সিঁদুরের টিপ, গলায় সোনার হালকা চেন, কানে ঝুমকো। সোমবার তারাপীঠের মন্দিরে এভাবেই দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। হাইবাজেট ছবি ‘দেবী চৌধুরানি’র শুটিংয়ের আগে মন্দিরে পুজো দিলেন নায়িকা।

এ কী কাণ্ড?

প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে ভুলে পুরোনো বান্ধবীর কথায় মজলেন অঙ্কুশ হাজরা? একটি সেলফি তুলে লিখলেন, যখন কোনও পুরনো বান্ধবী বলে “তুই তো আরো দেখতে সুন্দর হয়ে গেছিস।” শুনে চমকে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মজা করে কমেন্ট বক্সে লিখলেন, কে সে, কে সে?

বাহু-তুলে যুগলে নাচ

রাস উৎসবের পুণ্য লগ্নে আরও কাছাকাছি তাঁরা। তাঁরা অর্থাৎ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। টেলি-টলি পাড়ার অন্দরে যাদের নিয়ে আলোচনার শেষ নেই। প্রেমের এই উৎসবে কাঞ্চনের বাড়িতেও মহাধুমধামে আয়োজন করা হয়েছিল পুজোর। আর তাতে শ্রীময়ী থাকবেন না তা কী করে হয়? বাহুতুলে নাচতেও দেখা গেল তাঁকে। একা নয়। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ‘বন্ধু’ বিধায়ক।

বাংলায় ‘কান্তারা’

ঋষভ শেট্টির ছবি কান্তারা, দাদা সাহেব ফালকে পুরস্কার জিতে নিয়েছিল, এবার তারই প্রিক্যুয়েলের লুক থেকে টিজার এল সামনে। মোট সাত ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। যার মধ্যে উল্লেখ যোগ্য হল বাংলা ভাষা। এবার বাংলাটাতেও মুক্তি পেতে চলেছে কান্তারা চ্যাপ্টার ১।

স্মরণসভায় হাসাহাসি!

শুক্রবার প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান পরিচালক রাজকুমার কোহলি। রবিবার পরিবারের তরফে প্রয়াত পরিচালকের স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিন্দু দারা সিংহের সঙ্গে বাক্যালাপের সময় সানিকে হাসতে দেখে গিয়েছে বেশ কিছু ভিডিয়োয়। এর পরেই কটাক্ষের শিকার হচ্ছেন সানি দেওল। নেটিজেনদের মতে ও রকম এক অনুষ্ঠানে হাসাহাসি করে ঠিক করেননি পর্দার তারা সিং।

মেজাজ হারালেন পরিণীতি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন সেলেবের ফ্যান পেজ পরিণীতি চোপড়াকে নিয়ে যে ধরনের খবর রটাচ্ছে নিজেদের স্বার্থে তাতেই এবার চটলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, সবেতেই তাঁর নজর রয়েছে, এসব ভুয়ো তথ্য, আমি কাউকে কোনও সাক্ষাৎকার কিংবা কোট দিইনি। অভিযোগ দায়ের করার হুমকিও দিলেন তিনি।

একরাতে ২০-৩০ লাখ

সম্প্রতি বিগ বস-এর ঘরে জায়গা করে নিয়েছেন বলিউডের চর্চিত স্টার ওরি। শো সঞ্চালক সলমন খানকে ওরি বললেন, তাঁকে বিভিন্ন শো-পার্টি থেকে ডেকে পাঠানো হয় সেলফি তুলে, পোজ় দিয়ে সেই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় তাঁকে। আর ওরি ওর জন্য পেয়ে থাকেন রাত পিছু ২০ থেকে ৩০ লাখ টাকা। শুনে চমকে গেলেন সলমন।