Jeetu Kamal-Nabanita Das: জিতু কামালের জন্মদিনে আসেনি নবনীতার শুভেচ্ছা, তিনি কোথায়?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Aug 28, 2023 | 11:43 PM

একই মাসে জন্মদিন তাঁদের। একজনের অগস্টের গোড়ার দিকে, আর অন্যজনের একেবারে শেষ প্রান্তে এসে। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা জিতু কামাল। নবনীতা দাস কী করেন স্বামীর জন্মদিনে, তা দেখার জন্য ২৮ অগস্ট, সোমবার সকাল থেকেই নেটিজেনদের চোখ ছিল তাঁর ইনস্টাগ্রামে। না, তিনি শুভেচ্ছা জানাননি। জিতু জানিয়েছেন, তাঁর জন্মদিন কেটেছে বাড়িতেই। অন্যদিকে রিউমরড (rumoured) প্রেমিক স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতা কি গোয়ায়? ইনস্টা ঘেঁটে নেটিজেনদের অনুমান তেমনটাই।

এল না শুভেচ্ছা
একই মাসে জন্মদিন তাঁদের। একজনের অগস্টের গোড়ার দিকে, আর অন্যজনের একেবারে শেষ প্রান্তে এসে। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা জিতু কামাল। নবনীতা দাস কী করেন স্বামীর জন্মদিনে, তা দেখার জন্য ২৮ অগস্ট, সোমবার সকাল থেকেই নেটিজেনদের চোখ ছিল তাঁর ইনস্টাগ্রামে। না, তিনি শুভেচ্ছা জানাননি। জিতু জানিয়েছেন, তাঁর জন্মদিন কেটেছে বাড়িতেই। অন্যদিকে রিউমরড (rumoured) প্রেমিক স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতা কি গোয়ায়? ইনস্টা ঘেঁটে নেটিজেনদের অনুমান তেমনটাই।

চলতি সপ্তাহেই উত্তরবঙ্গে
অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির শুটিং শুরু হয়েছে। এই সপ্তাহের ছবির বেশিরভাগ অংশ শুটের জন্য টিম উড়ে যাবে উত্তরবঙ্গে। একগুচ্ছ স্টারকাস্ট এই ছবিতে। দেব-সোহম-সৌমিতৃষা ছাড়াও রয়েছেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো মুখ। ছবিতে দেবের চরিত্র এক পুলিশ অফিসারের।

মন খারাপ সুদীপার
সেরিব্র্যাল অ্যাটাক হয়েছিল মায়ের। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়ের মা। সম্প্রতি মা বাড়ি ফিরেছেন। যদিও বাঁ দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে তাঁর। সুদীপার কথায়, “মা এটাই মেনে নিতে পারছেন না। এখন দাদার বাড়িতে রয়েছেন। ডিনারটা মায়ের সঙ্গে করা অভ্যেস এযাবৎ। মা নেই কাছে, কিচ্ছু ভাল লাগছে না”।

দিতিপ্রিয়ার ছবি ফাঁস
অক্টোবরের মাঝামাঝি মহালয়া। টেলিভিশন চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছে শুটিং। এবার এক বেসরকারি চ্যানেলের পার্বতী দিতিপ্রিয়া রায়। সোমবার ছিল তাঁর শুটিং। তবে প্রোমো আসার আগেই সেট থেকে ফাঁস তাঁর পার্বতী লুক। শিব হচ্ছেন অভিষেক বসু।

চরম ট্রোল্ড এনা
সম্প্রতি ব়্যাম্পে হেঁটে বডি শেমিং-এর শিকার হলেন টলিউড প্রযোজক অভিনেত্রী এনা সাহা। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কেউ বললেন ‘ছোটা হাতি’, কেউ আবার তাঁর মডেলিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। যদিও এনা এই ট্রোলে কখনই সেভাবে বিচলিত হন না বলেই দাবি করেছেন একাধিকবার।

ট্রোলে আক্ষেপ দেবলীনার
দেবলীনা কুমার, বারবার ট্রোলের শিকার হয়ে থাকেন পেশার কারণে। সেলেব মানেই নেটপাড়ায় চর্চিত বিষয়। আর এতেই আপত্তি অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে দেবলীনা বলেন, “আমার ভাবলে সত্যি খুব খারাপ লাগে। এক শ্রেণীর মানুষ প্রতি নিয়ত হাজির থাকে আমাদের কটাক্ষ করতে, এটা কেন?”

সলমনের টাক রহস্য
সম্প্রতি সলমন খানের মাথায় টাক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। হঠাৎ কেন এমন লুক? এবার বলিউডের অন্দরমহলে নয়া জল্পনা। শোনা যাচ্ছে, শাহরুখ খানের আগামী ছবি ‘জওয়ান’-এর প্রচারেই মাথা কামিয়েছেন সলমন। কারণ এই ছবিতে শাহরুখ খানের ন্যাড়া মাথা অন্যতম চর্চিত বিষয়।

এ কী বললেন শাহরুখ?
এক ভক্ত কিং খানকে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত দেখে অভিযোগ করে বসেন নিজের স্ত্রীর বিরুদ্ধে। তাঁর স্ত্রীর জন্য বারবার দেরি হয়ে যায় শাহরুখের ছবি দেখতে যাওয়ার ক্ষেত্রে। এখন উপায় কী? শাহরুখ খান বিন্দুমাত্র সময় না নিয়ে লিখলেন, “আমি আমার সমস্যা নিয়ে নাজেহাল, আপনি আবার আপনার সমস্যা চাপাচ্ছেন? কোনও চাপ নেই। সবাই সময় নিয়ে ছবিটা দেখবেন।”

প্রেমে ভাঙন
কেন ভেঙেছিল জাহ্নবী কাপুরের প্রথম প্রেম? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জাহ্নবী কাপুরের প্রথম ছিল লুকিয়ে চুরিয়ে। মিথ্যে বলে। একটা সময় বাড়িতে মিথ্যে বলতে-বলতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তাই সিদ্ধান্ত নেন, সম্পর্কটা থেকে সরে আসবেন।

Published on: Aug 28, 2023 11:43 PM