Ranbir-Alia News: কী এমন করলেন আলিয়ার সঙ্গে, কটাক্ষের মুখে রণবীর
সম্প্রতি আলিয়া ভাটের এক মন্তব্য ঘিরে চর্চায় রণবীর কাপুর। কেন? লিপস্টিক লাগাতে-লাগাতে আলিয়া বললেন, রণবীর তাঁর ঠোটে লিপস্টিক দেখলেই তা মুছে ফেলতে বলেন। পছন্দ করেন না। তাই আলিয়াও লিপস্টিক পরেন না। এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের একাংশের চোখে রণবীর কাপুর হয়ে গেলেন রিয়েললাইফ কবীর সিং।
গড়ল ইতিহাস
দেশের সিনেমাহলে শেষ গত সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে উপচে পড়া ভিড়। গত দশ বছরে সিনেমাপ্রেমীদের এই উত্তেজনা চোখে পড়েনি। দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ৪টে ছবি, যা দেখতে ২ কেটি ১০ লক্ষেরও বেশি দর্শক হাজির একের পর এক স্ক্রিনে। সিনেমা থেকে গত সপ্তাহশেষে আয় ৩৯০ কোটি টাকা। রিপোর্ট প্রকাশ্যে আসতেই হাসি ইন্ডাস্ট্রিতে।
কটাক্ষের জবাব শিল্পার
জুতো পরে পতাকা উত্তোলন করে কটাক্ষের শিকার অভিনেত্রী শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হতেই মুখ খুললেন শিল্পা, লিখলেন, “আমি জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে অবগত। দয়া করে আজকের দিনে নেগেটিভিটি ছড়াবেন না।”
স্বস্তিতে জ্যাকলিন
২০০ কোটির আর্থিক তছরুপে সুকেশের সঙ্গে নাম জড়িয়েছিল জ্যাকলিন ফার্নান্দেজের। তবে এবার মামলায় বড় স্বস্তি পেলেন জ্যাকলিন। এবার থেকে দেশ ছাড়ার জন্য আগে থেকে আদালতের অনুমতি নেওয়ার আর কোনও প্রয়োজন নেই, জ্যাকলিনকে জানিয়ে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
হোটেলে পরিবেশক সুহানা?
সম্প্রতি এক ছবি ঘিরে চর্চা তুঙ্গে। এক রেস্তোরাঁয় শাহরুখ-কন্যা সুহানা খান ও তাঁর বন্ধুদের দেখা গেল খাবার পরিবেশন করতে। কিন্তু হঠাৎ কেন এমন কাজ করলেন সুহানা? আসছে তাঁর প্রথম কাজ ‘দ্য আর্চিজ়’। তারই প্রচারে এবার হোটেলে খাবার পরিবেশন করে সকলের নজর কাড়ল এই ছবির টিম।
সুস্মিতার চেতনা
কয়েকমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ‘তালি’ সিরিজ়ের অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, তখন তিনি শারীরিক অবস্থা নিয়ে যত না ভেবেছিলেন, তার থেকেও অনেক বেশি ভাবিয়েছিল তাঁর পরিস্থিতি। “জীবনের কতটা কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে, সময় মতো সেগুলো শেষ করতে হবে, এই চেতনাটা আমার তখনই জাগে”, সাক্ষাৎকারে বলেছেন সুস্মিতা।
‘কবীর সিং’ রণবীর?
সম্প্রতি আলিয়া ভাটের এক মন্তব্য ঘিরে চর্চায় রণবীর কাপুর। কেন? লিপস্টিক লাগাতে-লাগাতে আলিয়া বললেন, রণবীর তাঁর ঠোটে লিপস্টিক দেখলেই তা মুছে ফেলতে বলেন। পছন্দ করেন না। তাই আলিয়াও লিপস্টিক পরেন না। এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের একাংশের চোখে রণবীর কাপুর হয়ে গেলেন রিয়েললাইফ কবীর সিং।
সরব দিব্যা দত্ত
শাহরুখ খানের ছবি দিয়ে বলিউডে পা রাখলেও পসার জমাতে পারেননি দিব্যা দত্ত। কারণ এবার নিজেই করলেন খোলসা। বললেন, “আমি সেই স্টেরিওটিপিকাল লম্বা সুন্দরী মেয়েদের মধ্যে পড়ি না। আমি অনেকটাই বেঁটে। সেই সময়ে বেশির ভাগই ছিলেন অ্যাকশন হিরো। ফলত সেই ছাঁচে আমাকে ফেলা কঠিন ছিল।”
‘জেলার’ ওটিটি
মাত্র ৬ দিনেই মোটা টাকা ঘরে তুলল রজনীকান্তের ছবি ‘জেলার’। বিশ্ব জুড়ে এযাবৎ ৪০০ কোটি আর ভারত থেকে অর্থাৎ ডোমেস্টিক বক্স অফিস থেকে ২০০ কোটি আয় করেছে এই ছবি। এবার তা বিক্রি হয়ে গেল ওটিটি-তে। ১০০ কোটিতে এই ছবিকে কিনল ‘সান NXT’ ওটিটি সংস্থা।
কেমন আছেন ঋদ্ধিমা
মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানালেন, কেমন আছেন তিনি? লিখলেন, “যখন আনন্দ ভিতর থেকে ‘কিক’ মারে।” অর্থাৎ গর্ভে থাকা সন্তানের লাথি কিংবা চঞ্চলতাই এখন অভিনেত্রীর কাছে আনন্দের উৎস।