Subhashree Ganguly: সেলফিতে স্পষ্ট শুভশ্রীর বেবিবাম্প, শুভেচ্ছা নেটিজ়েনদের

Subhashree Ganguly: সেলফিতে স্পষ্ট শুভশ্রীর বেবিবাম্প, শুভেচ্ছা নেটিজ়েনদের

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 18, 2023 | 10:45 PM

বর্তমানে বালিতে ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে গিয়েছে ছোট্ট ইউভান। সেখান থেকেই জুটিতে একাধিক সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। আর সেই সেলফিতেই এবার বন্দি হল বেবিবাম্প, যা নজর এড়াল না কারও।

শুভশ্রীর বেবিবাম্প
বর্তমানে বালিতে ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে গিয়েছে ছোট্ট ইউভান। সেখান থেকেই জুটিতে একাধিক সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। আর সেই সেলফিতেই এবার বন্দি হল বেবিবাম্প, যা নজর এড়াল না কারও।

বিরক্ত রুবেল
কলকাতার জ্যামে আটকে বেজায় বিরক্ত অভিনেতা রুবেল দাস। শুয়ে-শুয়ে গাড়ি চালানো শুরু করতেই প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য তুলে ফেললেন এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, অতিষ্ঠ হয়ে, সিটবেল্টকে কার্যত গা থেকে খুলে ফেলে, কোনও মতে গাড়ি ড্রাইভ করছেন তিনি। যদিও হয়েছে সমালোচনা। অনেকেরই প্রশ্ন, “যদি দুর্ঘটনা ঘটে যেত?”

কেন পিছিয়ে ‘গৌরী এলো’?
এই কিছু দিন আগেও টিআরপিতে প্রথম তিনে জ্বলজ্বল করত ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। কিন্তু স্লট বদলাতেই একদা টপার এখন নেই প্রথম দশেও। এহেন ভরাডুবি নিয়ে পরিচালক দীপঙ্কর দে TV9 বাংলাকে বলেন, “কোন ধারাবাহিক কখন টেলিকাস্ট হবে, তা প্রযোজক ও চ্যানেলের সিদ্ধান্ত। আমি কী-ই বা বলতে পারি?”

শেষ হচ্ছে স্বস্তিকার ধারবাহিক
আর গুঞ্জন নয়, বন্ধই হয়ে যাচ্ছে শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’র। TV9 বাংলাকে স্বস্তিকা জানিয়েছেন, আগামী ২৫-২৬ তারিখেই শেষ হবে শুটিং। আর সম্প্রচারের শেষ তারিখ আগামী ২৯ জুলাই।

শো ছাড়ছেন সলমন?
‘বিগ বস ওটিটি’ সঞ্চালনা ছাড়ছেন সলমন খান। এমনই খবর সামনে উঠে এসেছে সম্প্রতি। হাতে সিগারেট নিয়ে ক্লিপিং ভাইরাল হতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। তবে এই খবরের কোনও সত্যতা নেই বলেই খবর। ভাইজানকে আগামী পর্বেই দেখা যাবে।

ট্রোল্ড দীপিকা
‘প্রজেক্ট কে’ ছবিতে দীপিকা পাড়ুকোনের লুক কেমন, মুক্তি পাওয়ার কথা ছিল মঙ্গলবার, অর্থাৎ আজ। তবে তা মুক্তি পেতেই রে রে করে উঠল নেটপাড়া। পোস্টারে কেবলই দীপিকার ক্লোজ়-আপ ছবি। ‘এটাকে কি লুক বলে? আধার কার্ড থেকে ছবি তুলে পোস্টার বানানো’, মুহূর্তে কটাক্ষের বন্যা বয়ে যায় নেটপাড়ায়।

বিয়ে কবে তাপসীর?
বেশ কিছু বছর ধরেই ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বো-র সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রেমের কথা প্রথম দিকে লুকিয়ে রাখলেও এখন যদিও সকলেরই সবটা জানা। কিন্তু বিয়ে কবে? ইনস্টাগ্রামের #Askmeanything সেশনে এমনই এক প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনও তো প্রেগন্যান্ট হইনি, তাই করছি না।” পরোক্ষে কি আলিয়া ভাটকে কটাক্ষ তাঁর?

ট্রোলে বেসামাল কিয়ারা
‘সত্য প্রেম কি কথা’ ছবিতে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের দৃশ্যই হুবহু টুকে ফেলা হয়। বিবাহিত হয়ে কী করে এটা করতে পারলেন, ছবি দেখামাত্রই কটাক্ষে সামিল হয়েছিল নেটদুনিয়া। সিদ্ধার্থ সেই সময় পোক্ত হাতে কিয়ারাকে সামলান। জানান, “খারাপ মন্তব্য সর্বত্রই আছে, থাকবে, তা নিয়ে বসে থাকলে চলবে?” সিদ্ধার্থের এই মন্তব্যেই স্বাভাবিক ছন্দে ফেরেন কিয়ারা। প্রকাশ্যে স্বামীকে জানান ধন্যবাদ।

বাদশার ভাইরাল ভিডিয়ো
পারফর্ম করতে গিয়ে স্টেজ থেকে পড়ে যান ব়্যাপার বাদশা। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয় হাতে-হাতে। এবার সেই ক্লিপিং প্রসঙ্গে মুখ খুললেন বাদশা। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ঠিক আছেন। ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেটা তিনি নন। তিনি একেবারে সুস্থ।