Bengali Serial: সিরিয়ালের সেটে আইবুড়ো ভাত সুদীপ্তার, মেনু কেমন ছিল?
Entertainment News: দেশ থেকে রাজ্যের বিনোদনের সেরা ৯টি খবর। শাহিদ কাপুরের অভিনয় ছাড়ার খবর থেকে বাংলা সিরিয়ালের টিআরপি, সবই রয়েছে এর মধ্যে। আজকের সেরা খবরগুলো, দেখে নিন একনজরে।
অভিনয় ছাড়ছেন শাহিদ?
সত্যিই কি তবে বলিউডকে বিদায় জানাচ্ছেন শাহিদ কাপুর? না, তবে সম্প্রতি এক চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর কোনও কিউট চরিত্রে অভিনয় করবেন না। এবার থেকে বাছাই করেই চরিত্র নেবেন তিনি।
প্রয়াত পামেলা চোপড়া
রানি মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। ৭৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন যশ চোপড়ার স্ত্রী, আদিত্য চোপড়ার মা ও রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি পামেলা চোপড়ার। বৃহস্পতিবার খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সিনেপাড়া।
সমালোচকদের জবাব দিলেন শেহনাজ়
সলমন খানের হাত ধরে বলিউডে রাজত্ব করছেন শেহনাজ গিল। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবি নিয়ে চর্চা তুঙ্গে। চরম ট্রোল্ড শেহনাজ গিল এবার দিলেন সপাট জবাব। সাফ জানালেন, সলমন খান একটি ছবি দিয়েছেন মানেই একের পর এক ছবি পাব এমনটা কখনই নয়।
পাইরেটেড কপি আর নয়
বুধবার ক্য়াবিনেটে যে সিনেমাটোগ্রাফ বিল 2023 প্রস্তাবিত হয়েছে, তাতে পাইরেসি ঠেকানো অন্যতম লক্ষ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ফিল্ম পাইরেসিরোধ এই বিলের অন্যতম উদ্দেশ্য। সিনেমাটোগ্রাফ (সংশোধনী) এই বিলে থাকছে বেশকিছু ছাড়পত্র। যেখানে ফিল্ম সার্টিফিকেশনের জন্য আরও বিভাগ চালু করার প্রস্তাব এবং ফিল্ম পাইরেসি প্রতিরোধে কঠোর শাস্তির বিধানও আনার উল্লেখ রয়েছে। পাইরেসির ক্ষেত্রে প্রস্তাবিত বিলে তিন মাস থেকে তিন বছরের কারাদণ্ড এবং কমপক্ষে তিন লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে প্রস্তাবিত বিলে।
কেরিয়ার শুরুতেই ধাক্কা মনোজের
কেরিয়ারের শুরুটা মোটেও সুখকর ছিল না অভিনেতা মনোজ বাজপেয়ীর। দিন-দিন কেবল বাতিল আর অপমান সহ্য করতে হত তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, তাঁর মুখের সামনে তাঁরই ছবি ডাস্টবিনে ফেলে দিতেন সহ-পরিচালকেরা। এখন পরিস্থিতি পাল্টেছে।
সুদীপ্তার আইবুড়োভাত
হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই ১মে বিয়ে করছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলে সৌম্য বক্সিকে বিয়ে করবেন তিনি। তার আগেই চুটিয়ে আইবুড়োভাত খেলেন নায়িকা। ‘সোহাগ জল’ সিরিয়ালের সেটেই হল সুদীপ্তার আইবুড়োভাত পর্ব। লটে মাছের ঝুরা থেকে শুরু করে এঁচোড় চিংড়ি, বাদ ছিল না কিছুই।
টিআরপিতে সর্বনাশ!
দীর্ঘ বেশ কিছু মাসের রেকর্ড অবশেষে ভেঙে গেল। এতদিন প্রথম স্থান ধরে রাখলেও এই সপ্তাহে তা হাতছাড়া হল ‘অনুরাগের ছোঁয়া’র। নতুম জায়গা ছিনিয়ে নিল ‘জগদ্ধাত্রী’। টিআরপির রেটিং বলছে, এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.০। অন্য দিকে, মাত্র পয়েন্ট ওয়ানের জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই দিব্যজ্যোতি-স্বস্তিকার। সে পেয়েছে ৭.৯। মাথায় হাত তাঁদের ভক্তদের।
প্রেমে ভাসছেন গীতশ্রী-প্রবীর
বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা। কিন্তু ফুটবলার প্রবীর দাসের মনে এখন বসন্তের ফুরফুরে হাওয়া। কোকিলের ‘গীত’-এ খুঁজে পেয়েছেন জীবনের ‘শ্রী’। টলি-নায়িকা গীতশ্রীর সঙ্গে তাঁর প্রেমের খবর এখন মাঠ-ময়দান পেরিয়ে ঢুঁ দিয়েছে টালিগঞ্জ স্টুডিয়োর আনাচে কানাচে। প্রবীরের প্রথম বিয়ের তিক্ততাও আজ অতীত। বরং নৈশভোজ থেকে শুরু করে একসঙ্গে রিলস বানানো–চলছে সবই। বিয়ে কি তবে সামনেই? জল্পনায় ভক্তরা।
বাগদান সম্পন্ন পরিণীতি-রাঘবের
বাগদান নাকি ইতিমধ্যেই সম্পন্ন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, “পরিবারের কাছের মানুষদের নিয়ে এই অনুষ্ঠান হয়েছে। দু’জনেই ভীষণ খুশি। হয়তো এই বছরের অক্টোবরেই ২ জনে বিয়ে করবেন। ওদের কোনও তাড়া নেই। তা ছাড়া দু’জনেরই কাজের ভীষণ চাপ রয়েছে।”