Swastika Mukherjee News: কনের সাজে স্বস্তিকা, তাঁর স্বামী কে?
স্বস্তিকা মুখোপাধ্যায়–টলিউড ছাপিয়ে যিনি এখন পাড়ি জমিয়েছেন বলিউডেও। সেখানেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে জানেন কি খোঁজই মিলছে না তাঁর স্বামীর, এমনটা দাবি করেছেন নিজেই। মাথা ভর্তি সিঁদুর, বধুবেশে সম্প্রতি এক ফটোশুটে ধরা দিয়েছেন স্বস্তিকা। তাঁর লালিমায় বুঁদ নেটিজেন। আর এই ফটোশুটের ক্যাপশনেই স্বস্তিকা লিখেছেন, “বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। কিন্তু বর কোথায়?”
বাঁচল পাকিস্তানে কাপুর ভিটে
পেশোয়ারের উচ্চ আদালতের নির্দেশে রক্ষা পেল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈতৃক ভিটে। আসলে ভারতীয় তারকা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি হলেও রাজ কাপুর আদপে অধুনা পাকিস্তানের বাসিন্দা। পেশোয়ারে বিশাল বাড়ি ছিল কাপুর পরিবারের। সেই বাড়ি ভেঙে শপিং মল তৈরি করার আর্জি জানিয়েছিলেন বাড়ির বর্তমান মালিক। সেই আর্জির বিপক্ষেই রায় দেয় আদালত।
হতাশায় ডুব দেন প্রিয়াঙ্কা
বেশ কিছু বছর আগের ঘটনা। নাকে এক পলিপ হওয়ায় অস্ত্রোপচার করতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে অভিনেত্রীর দাবি, অস্ত্রোপচার করতে গিয়ে খানিক ভুল করে ফেলেন চিকিৎসক। প্রিয়াঙ্কার মুখের আকার বদলে যায় রাতারাতি। নায়িকার কথায়, “গভীর হতাশায় ডুবে গিয়েছিলাম।”
মোহালিতে পরিণীতি-রাঘব
‘খুল্লম খুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’—আপাতত পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার থিম সং সম্ভবত এটাই। ১৩ মে বাগদানের খবর চাউর হতে না হতেই দুই লাভ বার্ডস হাজির সোজা আইপিএলে। মোহালিতে পঞ্জাব-মুম্বই ম্যাচে গ্যালারিতে ক্যামেরাবন্দি হলেন এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত কাপল। শুধু কি তাই? গ্যালারিতে শোনা গেল ‘ভাবি ভাবি’ ডাকও।
নিজেই নিজেকে ট্রোল করলেন রণবীর
গত বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের ছবি ‘শামশেরা’। পরিচালক ছিলেন করণ মালহোত্রা। কোটি-কোটি টাকা খরচ করে ওই ছবি তৈরি হলেও বক্স অফিসে তা পড়েছিল মুখ থুবড়ে। এবার ওই ছবি নিয়ে নিজেই নিজেকে ট্রোল করলেন রণবীর কাপুর। এক অনুষ্ঠানে রণবীরের এক ভক্ত তাঁকে জানান, ‘শামশেরা’ তাঁর বেশ ভাল লেগেছে। শুনে হাসতে শুরু করে দেন রণবীর। শুধু কি তাই? বললেন, “যদি ‘শামশেরা’ তোমার ভাল লেগে থাকে, তবে তুমি একজন অন্ধ ভক্ত।”
আহত রাকুল
পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি বলিউড স্টার রাকুল প্রীত সিং। তবে এ কী? ভিডিয়ো সামনে আসতে দেখা গেল অভিনেত্রীর কাঁধে চোট। তবে কীভাবে এই চোট পেলেন রাকুল, তা এখনও অজানাই। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করলেন।
ওটিটি-তে শ্রদ্ধা-রণবীর
চলতি বছরের অন্যতম প্রতিক্ষিত ছবি ছিল ‘তু ঝুটি ম্যায় মক্কার’। রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকদের মনে বেশ পসার জমিয়েছিল। সেই ছবি এবার মুক্তি পেল ওটিটিতে। বক্স অফিসের ফল দেখে যাঁরা মুখ ফিরিয়েছিলেন প্রেক্ষাগৃহ থেকে, তাঁদের অপেক্ষার অবসান।
একই ফ্রেমে প্রসেনজিৎ-রচনা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার হিট জুটি। তবে দীর্ঘদিন তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এবার রচনার জন্যই তা হল সম্ভব। রচনার পোশাকের ব্র্যান্ডের জন্য প্রসেনজিৎ দিলেন পোজ়, সঙ্গে খোদ রচনাই। ছবি দেখা মাত্রই ভালবাসায় ভরালেন ভক্তরা।
বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ স্বস্তিকার
স্বস্তিকা মুখোপাধ্যায়–টলিউড ছাপিয়ে যিনি এখন পাড়ি জমিয়েছেন বলিউডেও। সেখানেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে জানেন কি খোঁজই মিলছে না তাঁর স্বামীর, এমনটা দাবি করেছেন নিজেই। মাথা ভর্তি সিঁদুর, বধুবেশে সম্প্রতি এক ফটোশুটে ধরা দিয়েছেন স্বস্তিকা। তাঁর লালিমায় বুঁদ নেটিজেন। আর এই ফটোশুটের ক্যাপশনেই স্বস্তিকা লিখেছেন, “বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। কিন্তু বর কোথায়?”
কবে থেকে শুরু ব্যোমকেশের শুট?
টলিউডের নয়া ব্যোমকেশ দেব। পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছিল ছবি। এবার শুরু হচ্ছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-র শুটিং। চলতি সপ্তাহেই শুরু ছবির কাজ, আগামী মাস পর্যন্ত চলবে শুটিং। হয়ে গেল মহরতও।