Enumeration Forms: যেখান সেখান থেকে দেওয়া যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন

| Edited By: জয়দীপ দাস

Nov 07, 2025 | 9:11 PM

SIR: কড়া নির্দেশ চলে গেল জেলাশাসকদের কাছে। এ বিষয়ে সতর্ক না হলে কমিশন যে নিজেই পদক্ষেপ করতে পারে সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই খবর সূত্রের। এদিকে সদ্য নানা প্রান্ত থেকেও কখনও রাস্তার ধারে চায়ের দোকান থেকে কখনও আবার বাসস্ট্যান্ড থেকে ফর্ম বিলির অভিযোগ উঠেছিল।

কলকাতা: যেখান থেকে খুশি বিলি করা যাবে না এনুমারেশন ফর্ম। স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়েই বিএলও-দের এসআইআরের ফর্ম বিলি করতে হবে। কোনওভাবেই অন্য কোনও জায়গা থেকে ফর্ম বিলি করা যাবে না। কড়া নির্দেশ চলে গেল জেলাশাসকদের কাছে। এ বিষয়ে সতর্ক না হলে কমিশন যে নিজেই পদক্ষেপ করতে পারে সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই খবর সূত্রের। এদিকে সদ্য নানা প্রান্ত থেকেও কখনও রাস্তার ধারে চায়ের দোকান থেকে কখনও আবার বাসস্ট্যান্ড থেকে ফর্ম বিলির অভিযোগ উঠেছিল। তার মধ্যেই এবার এই সিদ্ধান্ত।