Burdwan Exam Cancel: শক্তিগড়ের কাছে রেল দুর্ঘটনায় স্থগিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। এই কারণে, বৃহস্পতি এবং শুক্রবারের নির্ধারিত 'পি এইচ ডি এডমিশন টেস্ট' স্থগিত করা হয়।
শক্তিগড়ের ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই কারণে স্থগিত হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। বহু দূরপাল্লার ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি দেরিতে চলছে। এই কারণে, বৃহস্পতি এবং শুক্রবারের নির্ধারিত ‘পি এইচ ডি এডমিশন টেস্ট’ স্থগিত করা হয়। এদিন সকালে বহু পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয় এলেও, তারা নোটিশ দেখে ফিরে যায়। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
Published on: May 11, 2023 03:22 PM