Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Tendulkar Deep Fake Video: ফেক ভিডিয়ো হল ভাইরাল, এবার নজরে সারা

Sara Tendulkar Deep Fake Video: ফেক ভিডিয়ো হল ভাইরাল, এবার নজরে সারা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 23, 2023 | 10:56 PM

এবার ডিপফেক ভিডিয়ো তৈরি হলো সচিন-কন্যা সাড়া তেন্ডুলকরের। বিষয়টি নিয়ে খুবই চিন্তায় আছেন সারা। X অর্থাৎ সাবেক টুইটারে তাঁর একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে তৈরি হয়েছে। এবং সেখানে পোস্ট করা হয়েছে সারার একাধিক ডিপফেক ভিডিয়ো। বিষয়টি নজরে আসার পর হাত-পা গুটিয়ে বসে থাকেননি সারা। নালিশ জানিয়েছেন X-এ, যাতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাঁর।

সারার ডিপফেক ভিডিয়ো
এবার ডিপফেক ভিডিয়ো তৈরি হলো সচিন-কন্যা সাড়া তেন্ডুলকরের। বিষয়টি নিয়ে খুবই চিন্তায় আছেন সারা। X অর্থাৎ সাবেক টুইটারে তাঁর একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে তৈরি হয়েছে। এবং সেখানে পোস্ট করা হয়েছে সারার একাধিক ডিপফেক ভিডিয়ো। বিষয়টি নজরে আসার পর হাত-পা গুটিয়ে বসে থাকেননি সারা। নালিশ জানিয়েছেন X-এ, যাতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাঁর।

‘ডানকি’ না ‘দ্য আর্চিস’
শাহরুখ খানের পরিবারে ডিসেম্বরে দুই বড় মুক্তি। সুহানা খানের ডেবিউ কাজ ‘দ্য আর্চিস’ অন্যদিকে শাহরুখের নিজের ছবি ‘ডানকি’। কোনটা নিয়ে বেশি উত্তেজিত শাহরুখ? উত্তরে কিং জানালেন, সুহানা ‘ডানকি’ ভালবাসে, আমি ভালবাসি ‘দ্য আর্চিস’। আমাদের ২ জনের মধ্যে বিষয়টা নিয়ে বোঝাপড়া হয়ে গিয়েছে।

মেজাজ হারালেন আলিয়া
আলিয়া ভাট বর্তমানে বলিপাড়ার হটকেক। তাঁকে দেখামাত্রই তাই পাপারাৎজিদের ঢল নামে। এবারও ব্যতিক্রম হল না। কিন্তু এ কী? আলিয়ার ছবি তোলার জন্য হঠাৎই পাপারাৎজিরা চিৎকার করে ডেকে উঠলেন, ‘আলুজি’ বলে, তাতেই মেজাজ হারালেন আলিয়া। বললেন, “এ আবার নতুন কী শুরু হল?”

‘অ্যানিম্যাল’-এর ভবিষ্যত
আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানার ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তির আগেই নিয়ম মেনে সেন্সর বোর্ডে ছবি। পেল না পারিবারিক ছবির ছাড়পত্র। ছবিকে বোর্ড ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ বলে ঘোষণা করে দেয়। তাই ১৮ বছর না হলে প্রেক্ষাগৃহে গিয়ে রশ্মিকা-রণবীর সমীকরণ উপভোগ করা যাবে না।

করণ-কার্তিক সমীকরণ
করণ জোহর ও কার্তিক আরিয়ানের মধ্যে সম্পর্কের সমীকরণ বরাবরই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে সেই বচসায় ইতি টেনে এবার কার্তিক আরিয়ানের জন্মদিনের পার্টিতে হাজির হলেন বলিউডের কেজো। জুটিকে একসঙ্গে দেখে স্বস্তি ফিরল ভক্তদের মনে।

অবিবাহিত জীবনের কী মিস করেন সিদ্ধার্থ?
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন, বিয়ের পর স্ত্রী অভিনেত্রী কিয়ারা আডবানির সঙ্গে লুকিয়ে দেখা করা মিস করেন তিনি। এ-ও জানিয়েছেন, বিয়ের পরের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে তাঁর। কিয়ারা তাঁকে খুবই সমর্থন করেন সব কিছুতে।। মুম্বইয়ে তাঁর কোনও পরিবার ছিল না। কিয়ারার কারণে তিনি একটি বাড়ি পেয়েছেন। কিয়ারাই তাঁর জীবনের চালিকাশক্তি।

জয়া বচ্চনের সঙ্গে তুলনা অনুষ্কার
চোখ-নাক কুঁচকে যেভাবে কথা বলেন জয়া বচ্চন। সম্প্রতি সেভাবেই কথা বলতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। স্বামী বিরাট কোহলির সঙ্গে মুম্বইয়ে ফিরেছে অভিনেত্রী। বাড়ির সহকারীদের সঙ্গে বিরক্তির ছলে তাঁকে কথা বলতে দেখে একাংশের নেটিজ়েন ট্রোল করেছেন অনুষ্কাকে।

বিগবসে ওরি
বলিউডের তাবড়-তাবড় তারকাদের সঙ্গে তো বটেই, তারকা সন্তানদের সঙ্গেও ওঠাবসা অরহ্যান আওয়াত্রামানির। বিগ বস ১৭-য় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ ঘটতে চলেছে তাঁর। সলমন খানের সঙ্গে শুটিং করবেন তিনি। বিষয়টি জানতে পেরে বিগ বসের বাড়ির সক্কলেই চমকে উঠেছেন। তবে ওরি বিগ বসের বাড়ির সদস্য হবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

কেন অনিদ্রায় শ্রীলেখা?
সক্কাল-সক্কাল ঘুম থেকে উঠে নতুন করে শুটিংয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ বছর ধরে যে ভাবে শুটিংয়ে যান তিনি, এবারও সেভাবেই যাচ্ছেন। প্রায় তিন দশক ধরে ক্যামেরার সামনে দারুণভাবে অভিনয় করার পরও একটি বিষয় থেকে কিছুতেই মুক্ত হতে পারেননি অভিনেত্রী। তা হল ভীতি। এখনও ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে হাঁটু কাঁপে শ্রীলেখার। রাতে ঘুমোতে পারেন না।