Bangladeshi Fake Voter: শ্বশুর শাশুড়ি বাংলাদেশি, বৌমা ভারতীয়!

| Edited By: সোমনাথ মিত্র

May 26, 2025 | 3:52 PM

বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে, বিডিওর কাছে ভোট কাটার আবেদন বিজেপি নেতার, শশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা স্বীকার করল বৌমা। ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়ার। সেখানকার ভোটার তালিকায় নাম রয়েছে সোহরব তরফদার ও তার স্ত্রী রূপা তরফদারের । কিন্তু সাম্প্রতিক বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাস বাগদা বিডিওর কাছে ৭ […]

বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে, বিডিওর কাছে ভোট কাটার আবেদন বিজেপি নেতার, শশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা স্বীকার করল বৌমা। ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়ার। সেখানকার ভোটার তালিকায় নাম রয়েছে সোহরব তরফদার ও তার স্ত্রী রূপা তরফদারের । কিন্তু সাম্প্রতিক বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাস বাগদা বিডিওর কাছে ৭ নাম্বার ফর্ম জমা দিয়ে এই দুই ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগ, ভারতের ভোটার তালিকায় নাম থাকা সোহারব তরফদারের এবং তার স্ত্রী রূপা তরফদারের বাংলাদেশের যশোর জেলার বেনাপোলে ভোট আছে এবং এখনও তারা বাংলাদেশেই থাকেন। তাহলে তাদের ভোট এদেশে কীকরে হয়?

যদিও সোহরাব তরফদারের বউমা নাজমুর তরফদারের বক্তব্য, ‘আমার শ্বশুর-শাশুড়ি দুজনই বাংলাদেশের বাসিন্দা । পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে ভোট বানিয়েছেন । কি করে ভোট বানিয়েছেন আমার জানা নেই । তারা এখনো বাংলাদেশে থাকে।’ অভিযোগকারী অমৃত লাল বিশ্বাস কী বলছেন? কী বলছেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিউটন বালা? দেখুন ভিডিয়ো