Loading video

World Fastest Bird: বুলেটের বেগে উড়ছে যারা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 17, 2023 | 3:32 PM

বেশ কিছু পাখি আছে যাদের গতির কাছে হার মানতে পারে বুলেট ট্রেন বা সুপারফাস্ট ট্রেনকে। ফ্যালকন বিশ্বের দ্রুততম পাখিদের মধ্যে অন্যতম। ঘন্টায় ৩৯০ কিলোমিটার বেগে উড়তে পারে ফ্যালকন। আকাশ থেকে দ্রুত গতিতে নেমে এসে ছোঁ মেরে শিকার করে ছোট প্রাণী ও পাখিদের। মার্কিন মুলকে দেখা যায় এই ফ্যালকনদের।

বেশ কিছু পাখি আছে যাদের গতির কাছে হার মানতে পারে বুলেট ট্রেন বা সুপারফাস্ট ট্রেনকে। ফ্যালকন বিশ্বের দ্রুততম পাখিদের মধ্যে অন্যতম। ঘন্টায় ৩৯০ কিলোমিটার বেগে উড়তে পারে ফ্যালকন। আকাশ থেকে দ্রুত গতিতে নেমে এসে ছোঁ মেরে শিকার করে ছোট প্রাণী ও পাখিদের। মার্কিন মুলকে দেখা যায় এই ফ্যালকনদের। প্রতি ঘন্টায় ২২০ কিলোমিটার গতিতে ওড়ে গোল্ডেন ঈগল। মাটি থেকে সর্বোচ্চ ১০ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে গোল্ডেন ঈগল। একটানা ৬ থেকে ৭ ঘণ্টা ওড়ার ক্ষমতা রাখে এই পাখি। গোল্ডেন ঈগলের ডানার দৈর্ঘ্য ৩০ থেকে ৪৫ ইঞ্চি। বিশ্বের অন্যতম হিংস্র পাখি গোল্ডেন ঈগল। ১৪৭ কিমি প্রতি ঘণ্টা বেগ অ্যালবাট্রসের। একটানা ৮ ঘণ্টা উড়তে পারে এই অ্যালবাট্রস। উড়তে না পারলেও মাটিতে দারুণ দৌড়য় উটপাখি। ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে উটপাখি। সেকেন্ডে ২০০ বার ডানা ঝাপটায় হামিং বার্ড। হামিং বার্ডের গতিবেগ ঘণ্টায় ১২৯ কিলোমিটার।