Nobel Peace Prize: এই বিজ্ঞানীরা নোবেল পাননি কেন?

| Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 2:40 PM

Famous Scientist Haven't Receive Nobel: লাইটের বাল্ব, ফোনোগ্রাফ ও মোশন পিকচার আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। নোবেল পুরস্কার পাননি থমাস আলভা এডিসন। তাঁর নামে চন্দ্রযানের ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পথিকৃৎ বিজ্ঞানী বিক্রম সারাভাই। দুনিয়ার মহাকাশ বিজ্ঞানকেও এগিয়ে দিয়েছেন এই স্পেস সায়েন্টিস্ট। অথচ তিনি পাননি নোবেল পুরস্কার।

লাইটের বাল্ব, ফোনোগ্রাফ ও মোশন পিকচার আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। নোবেল পুরস্কার পাননি থমাস আলভা এডিসন। তাঁর নামে চন্দ্রযানের ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পথিকৃৎ বিজ্ঞানী বিক্রম সারাভাই। দুনিয়ার মহাকাশ বিজ্ঞানকেও এগিয়ে দিয়েছেন এই স্পেস সায়েন্টিস্ট। অথচ তিনি পাননি নোবেল পুরস্কার।

মহাকাশ বিজ্ঞানে পালসার রহস্যের সমাধান করেছেন জোসেলিন বেল বার্নেল। তিনিও পাননি নোবেল পুরস্কার পাননি। নোবেল পাননি বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ডিএনএর মলিকুলার গঠন, পোলিও ভাইরাস নিয়ে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের গবেষণা তাক লাগিয়ে দেয় বিশ্বকে। তবু তাঁর বিজ্ঞানে অবদান পায়নি নোবেল পুরস্কার। বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেম,এসি ও বেতার প্রযুক্তিতে বহু আবিষ্কার করেন নিকোলা টেসলা। ১৯১৫ গুজব ছড়ায় নিকোলা টেসলা ও থমাস আলভা এডিসন নাকি পাচ্ছেন নোবেল প্রাইজ। যদিও গুজব সত্য হয়নি। থমাস আলভা এডিসনের মতোই নোবেল থেকে বঞ্চিত হন নিকোলা টেসলা।