SIR in Bengal: তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব! তাও FIR-এ নাম উঠল না বিধায়কেরই

| Edited By: Avra Chattopadhyay

Jan 15, 2026 | 2:39 PM

SIR Protest in Bengal: একদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। অন্যদিকে মুর্শিদাবাদের ফরাক্কা জেলা। সেখানে এসআইআর ঘিরে এক পরিস্থিতি। এসআইআর শুনানি চলাকালীন ফরাক্কার বিডিও অফিসে ঢুকে পড়লেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধিতা করে তাণ্ডব চালালেন তিনি।

ফরাক্কা তুমুল কাণ্ড। একদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। অন্যদিকে মুর্শিদাবাদের ফরাক্কা জেলা। সেখানে এসআইআর ঘিরে এক পরিস্থিতি। এসআইআর শুনানি চলাকালীন ফরাক্কার বিডিও অফিসে ঢুকে পড়লেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধিতা করে তাণ্ডব চালালেন তিনি।

সেই ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে ফরাক্কা থানার পুলিশ। নাম রয়েছে বিধায়কের সঙ্গে আসা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের। কিন্তু নাম নেই তৃণমূল বিধায়কের। যাঁর নেতৃত্ব হল বিডিও অফিসে হামলা, সেই বিধায়কের নামই নেই এফআইআর-এর খাতায়।